রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ *** ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের হুমকির পর ভারতকে পারমাণবিক বোমার ভয় দেখালেন আসিম মুনির

লঙ্কানদের কাছে হারের পর ধাক্কা খেলেন শান্ত-মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ছবি: ক্রিকইনফো

শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। পাল্লেকেলেতে গতকাল মঙ্গলবার (৮ই জুলাই) সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৯৯ রানে হেরে বাংলাদেশ সিরিজ খুইয়েছে। সিরিজজুড়ে বাজে পারফরম্যান্সের কারণে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা দুঃসংবাদ পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আইসিসি আজ বুধবার (৯ই জুলাই) র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। নতুন র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে যান শান্ত। মিরাজ পিছিয়েছেন পাঁচ ধাপ। বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তিনি অবস্থান করছেন ৭২ নম্বরে। শান্ত-মিরাজ দুজনেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩৭ রান করেছেন। শান্ত ও মিরাজের রেটিং পয়েন্ট ৫৭২ ও ৪৬২।

শান্ত-মিরাজের অবনতি হলেও তার সতীর্থদের উন্নতি হয়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে। ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে উঠে এসেছেন জাকের আলী অনিক। তার রেটিং পয়েন্ট ৪৮৯। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ইনিংসে ৩৪ গড়ে ৭৩.৩৮ স্ট্রাইক রেটে জাকের করেন ১০২ রান। 

যার মধ্যে কলম্বোর প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতে তার ফিফটি রয়েছে। ৭ ধাপ এগিয়ে তাওহীদ হৃদয় এখন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৫১ নম্বর ব্যাটার। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ফিফটিতে তার রান ১০২। হৃদয়ের রেটিং পয়েন্ট ৫১৯।

শ্রীলঙ্কা সিরিজে লিটন দাস খেলেন এক ম্যাচ। কলম্বোর প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতে তিনি আউট হয়েছেন শূন্য রানে। আইসিসির হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে ৭৮ নম্বরে নেমে গেছেন লিটন।

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250