সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাঞ্জেলিনার পর কার সঙ্গে লিভ-ইনে ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই জুয়েলারি ডিজাইনার ইনেস ডি র‌্যামনের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ব্র্যাড পিট। অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর বহু নারীর সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়ান ব্র্যাড পিট। তবে র‌্যামনের সঙ্গেই লিভ-ইন করছেন এই অভিনেতা। 

র‌্যামনের ঘনিষ্ঠ সূত্র জানায়, অল্প কিছুদিন ধরেই লিভ-ইনে রয়েছেন ব্র্যাড পিট-র‌্যামন। তবে তিনি তার বাসভবন পুরোপুরি ছেড়ে দেননি র‌্যামনকে। দিন দিন তাদের সম্পর্ক অনেক মজবুত হচ্ছে এবং আগের চেয়ে বর্তমান সম্পর্কে দুজনেই ভীষণ সুখী।

২০২২ সালের সেপ্টেম্বরে র‌্যামনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায় ব্র্যাড পিটের। সে সময় একটি ইভেন্টে একসঙ্গে হাজির হয়ে প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন দুজনেই। গেল বছরের ডিসেম্বর মাসে অভিনেতার ৬০তম জন্মদিন পালনেও একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় দুজনকে।

আরো পড়ুন: এবার এআই দিয়ে ভক্তদের চমক দেখালেন অমিতাভ

২৬ বছরের ছোট গার্লফ্রেন্ডের সঙ্গে ব্র্যাড পিটের প্রেম যে সময়ের সঙ্গে আরও গাঢ় হয়েছে, তাদের লিভ-ইন করার খবরে এবার সেই প্রমাণই পাওয়া গেল।

তবে এর আগে ২০২২ সালের শুরুর দিকে ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস’ তারকা পল ওয়েসলির সঙ্গে বিচ্ছেদের খবর দেন র‌্যামন। অন্যদিকে ২০১৬ সালে ডিভোর্স হয় হলিউডের বিখ্যাত জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি।

সূত্র : জুম বাংলা

এসি/ আই. কে. জে/ 

অ্যাঞ্জেলিনা ব্র্যাড পিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন