ফাইল ছবি (সংগৃহীত)
কিছুদিন ধরেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বিরাজ করছে, কিন্তু দেশজুড়ে বড় পরিসরে বৃষ্টির দেখা নেই। দিনের তাপমাত্রা ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে তীব্র ও অস্বস্তিকর গরম। দেশের ১৭ জেলার ওপর দিয়ে গতকাল শনিবার মৃদু তাপপ্রবাহও বয়ে গেছে। তবে এই অবস্থা থেকে মুক্তি মিলতে পারে আগামী মঙ্গলবার থেকে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে গতকাল। এটি আজ রোববার নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। অবসান হতে পারে অস্বস্তিকর গরমের।
লঘুচাপের কারণে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় তিন সমুদ্রবন্দর (চট্টগ্রাম, মোংলা ও পায়রা) এবং উপকূলীয় এলাকা কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল গণমাধ্যমকে বলেন, সুস্পষ্ট লঘুচাপটি আগামীকাল (আজ) নিম্নচাপে পরিণত হতে পারে। তবে বছরের এই সময়ে সাধারণত এ ধরনের লঘুচাপ বা নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা থাকে না। এর প্রভাবে মূলত মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।
বৃষ্টিপাতের সম্ভাব্য চিত্র তুলে ধরে নাজমুল হক বলেন, মঙ্গলবার থেকে উপকূলীয় অঞ্চলের পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগে বৃষ্টি বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে বৃষ্টি তুলনামূলক কম থাকতে পারে।
১৭ জেলায় মৃদু তাপপ্রবাহ : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল যশোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী জেলাসহ রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) বয়ে গেছে। আজও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
ওআ/কেবি