ছবি : সংগৃহীত
যে কোনো মানুষের অসর্তকতায় সাধের ফোনটি পানিতে পড়ে যেতে পারে। সঠিক নিয়মে ফোনটি না শুকালে নষ্ট হয়ে যাবে। জানুন ফোন পানিতে পড়লে কী কী কাজ করবেন।
প্রথমেই ফোন বন্ধ করুন
ফোন বা ট্যাবলেট যদি পানিতে পড়ে যায়, তাহলে প্রথমেই আপনাকে এটি বন্ধ করতে হবে। এটি করা গুরুত্বপূর্ণ কারণ, ডিভাইসটি চালু থাকা অবস্থায় যদি পানি তাতে ঢুকতে শুরু করে, তাহলে শর্ট সার্কিটের আশঙ্কা বেড়ে যায়।
আরো পড়ুন : পিসি ধীরগতি হলে যা করবেন
কভার খুলে দিন
ফোনে যদি কভার লাগানো থাকে, তাহলে প্রথমেই ওটা খুলে ফেলা বুদ্ধিমানের কাজ হবে। আর তাছাড়া যদি ফোনে হেডফোন লাগানো থাকে, তাহলে তা খুলে ভাল করে পানি বের করে ফেলার চেষ্টা করুন। এছাড়াও যদি ডিভাইসের ব্যাটারি আলাদা করা যায় তবে অবশ্যই আলাদা করুন।
নরম কাপড় দিয়ে শুকানোর চেষ্টা করুন
এমন পরিস্থিতিতে, বেশিরভাগ লোকই ফোনটিকে দ্রুত শুকানোর জন্য যে কোনও কাপড় দিয়ে পরিষ্কার করা শুরু করে। এতে ফোনের ক্ষতিও হতে পারে। তাই ভুল করেও এটি করবেন না। খুব নরম একটি কাপড় নিয়ে ফোনটিকে মুছে ফেলুন। প্রয়োজনে আপনি কটন বাডও ব্যবহার করতে পারেন। ফোনের জ্যাক মোছার জন্য কটন বাড একদম আদর্শ।
চালে চাপা দিয়ে রাখুন
এই সব কিছু করার পরে ফোনটিকে চালের কৌটায় চাপা দিয়ে রেখে দিন। ফোনের উপরেও চাল চাপা দিয়ে দেবেন। এতে ফোনের ভেতরে যত আদ্রতা থাকবে, তা চাল টেনে নেবে। এভাবে পুরো রাত রাখুন। তারপরে চাল থেকে বের করে অন করুন।
এস/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন