শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

আগামী বছর মুক্তি পাচ্ছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, মুত্তিয়া মুরালিধরনদের মতো কিংবদন্তিদের জীবনকাহিনী নিয়ে তৈরি হয়েছে সিনেমা। এবার মুক্তি পাওয়ার অপেক্ষায় ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। খবর দ্য উইকের।

সৌরভের বায়োপিক নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। সিনেমার নাম এখনো ঠিক না হলেও কবে থেকে শুটিং শুরু ও মুক্তি পাচ্ছে কবে—সবই জানিয়ে দিয়েছেন ভারতের সাবেক বাঁহাতি ব্যাটার। 

ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সাবেক বাঁহাতি ব্যাটার বলেন, ‘আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাবে এ সিনেমা। জানুয়ারিতে শুটিং শুরু হবে। গল্প লেখা, চিত্রনাট্য লেখা ও সিনেমা নিয়ে পরিকল্পনার কাজ গুছিয়ে উঠতে একটু সময় লাগবে।’

সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, তার বায়োপিকে অভিনয়ের জন্য রাজকুমার রাও যোগ্য অভিনেতা। যদিও সিনেমার প্রোডিউসাররা সৌরভের আত্মজীবনী নিয়ে হতে যাওয়া সিনেমার নাম ও পরিচালকের নাম প্রকাশ করেননি। 

এদিকে ভারতের সাবেক বাঁহাতি ব্যাটার সৌরভ বলেছেন, ‘শুটিংয়ে বেশি সময় লাগবে না। তিন মাসের মতো সময় যাবে এখানে (শুটিংয়ে)। সিনেমার পোস্ট প্রোডাকশনে সময় লাগবে।’

আগামী ২০২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দল প্রস্তাব দিলে আপনি কী করবেন?  সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, ‘আগ্রহী নই।’ এমনকি মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দিলেও আমার এ বিষয়ে আগ্রহ নেই।’

১৬ বছরের (১৯৯২ থেকে ২০০৮ পর্যন্ত) আন্তর্জাতিক ক্যারিয়ারে সৌরভ খেলেছেন ৪২৪ ম্যাচ। ৩৮ সেঞ্চুরি ও ১০৭ ফিফটিতে করেছেন ১৮৫৭৫ রান। যার মধ্যে ৩১১ ওয়ানডে ২২ সেঞ্চুরিতে করেছেন ১১৩৬৩ রান। ১৯৯৯, ২০০৩, ২০০৭—তিনটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। যার মধ্যে ২০০৩ বিশ্বকাপে তার নেতৃত্বাধীন ভারত ফাইনাল উঠে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। অন্যদিকে টেস্টে তার রান ৭২১২। এ ছাড়া ৪২৪ আন্তর্জাতিক ম্যাচের মধ্যে এশিয়া একাদশের হয়ে খেলেছেন ৩ ম্যাচ।

সৌরভ গাঙ্গুলী ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি ছিলেন, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ছিলেন। এ ছাড়া ২০১৮ থেকে ২০১৯, ২০২২ থেকে ২০২৪—এ দুই মেয়াদে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবেও কাজ করেছিলেন। আর বর্তমানে আইসিসির ছেলেদের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে।

আরএইচ/




সৌরভ গাঙ্গুলী রাজকুমার রাও সৌরভ গাঙ্গুলীর বায়োপিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন