রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিকের শিক্ষকদের বেতন ১০ম গ্রেড হওয়া উচিত: সারজিস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৯ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষকদের বেতন ১০ম গ্রেড করা উচিত বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শনিবার (২৮শে ডিসেম্বর) দুপুরে মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে আয়োজিত শীত আনন্দ উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, শিশু ফাউন্ডেশনের সামাজিক কার্যক্রমের মতো জেলা পর্যায়ে না হোক, উপজেলাভিত্তিক পাঁচটা টিম বা পাঁচটা প্ল্যাটফর্ম পঞ্চগড়ের পাঁচটা উপজেলার যদি দায়িত্ব নেয় তাহলে এই পঞ্চগড় ১০ বছরে যেখানে যাওয়ার কথা ছিল পাঁচ বছরেই সেখানে যাবে। আমাদের এই চর্চাটা গোড়া থেকেই শুরু হওয়া উচিত। এই প্রাইমারি লেভেল থেকে।

তিনি বলেন, আমরা দেখি আমাদের গোড়াটা দুর্বল হয়ে যায়। আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন শেষ করে এখন প্রাইমারি স্কুলের শিক্ষক হয়েছে। একটা সরকারি চাকরি তাকে এই দিকে আগ্রহটা তৈরি করেছে। কিন্তু তাদের গ্রেড দেওয়া হচ্ছে ১৩ গ্রেড। ১৩ গ্রেডের ১৭-১৮ হাজার টাকা বেতনে এ ধরনের একজন শিক্ষককে প্রাইমারি স্কুলে রাখা যায় কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যদি বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত (স্ট্রং) করতে চাই। গোড়াটাকে শক্ত করতে চাই। বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতির অবস্থা, একজন সন্তানকে লেখাপড়া করনোর যে খরচ সেই জায়গায় আমরা মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে নিয়ে যেতে হলে এবং এই সরকারি প্রাথমিক স্কুল ও সরকারি যেসব হাইস্কুলগুলো রয়েছে এগুলোকে ঠিক করতে অন্তত ১০ম গ্রেডে বেতন নিয়ে আসা দরকার।

সারজিস আলম বলেন, আমরা যদি আমাদের শিক্ষকদের সেই সাপোর্টটা না দেই, সম্মানিত না করি তাহলে খুব স্বাভাবিকভাবে স্টুডেন্টকে পড়ালেখা করানোর প্রতি তাদের যে আগ্রহের দায়বদ্ধতা সেটা খুঁজে পাবো না। তাদেরকে জীবিকা নির্বাহের জন্য অন্যদিকে মনোযোগ দিতে হবে। তো দুই দিকে মনোযোগ দিলে খুব স্বাভাবিকভাবে আমাদের স্টুডেন্টদের সামনের যে কাঙিক্ষত অগ্রগতি সেটা আমরা দেখতে পাবো না। তো আমরা শুধুমাত্র স্টুডেন্টদের নিয়ে কাজ করবো, আমাদের অবকাঠামোগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। তবে আমাদের যারা সম্মানিত শিক্ষক রয়েছেন তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে।

ওআ/কেবি




সারজিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন