জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর। ছবি: এএফপি
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) আগামী পাঁচ বছরে ৫০ কোটি আমেরিকান ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ৭৮তম বিশ্ব স্বাস্থ্য পরিষদে এ ঘোষণা দেন চীনের উপপ্রধানমন্ত্রী লিউ গোঝোং। আমেরিকা অনুদান বন্ধ করে দেওয়ার পর এ অর্থায়নের মাধ্যমে চীন এখন ডব্লিউএইচওর সর্ববৃহৎ রাষ্ট্রীয় দাতা। খবর এএফপির।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের বাজেট বরাদ্দ বন্ধ করে ডব্লিউএইচও থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেওয়ার পর সংস্থাটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে গভীর আর্থিক সংকটে পড়েছে। এর আগে পর্যন্ত আমেরিকাই ছিল ডব্লিউএইচওর সর্ববৃহৎ দাতা। ওয়াশিংটনের সরে যাওয়ার ফলে সংস্থাটির বাজেটে ৬০ কোটি ডলারের ঘাটতি হয়েছে।
গত মাসে ১৯ থেকে ২৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য পরিষদে অংশ নেয়নি আমেরিকা। এর মাধ্যমে দেশটি নিজেদের ৭৬ বছরের ইতিহাস ভাঙল। গত ৭৬ বছরে বিশ্ব স্বাস্থ্য পরিষদের কোনো সম্মেলনে অনুপস্থিত থাকেনি ওয়াশিংটন।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন