সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে সরকার পতনের পর হঠাৎ কেন আলোচনায় বলিউডের এই অভিনেত্রী *** আরব বিশ্বের ‘ন্যাটো’ গড়ে তুলতে তোড়জোড়, আলোচনা শুরু *** ফরিদপুরে মসজিদে আশ্রয় নিল পুলিশ... *** শীর্ষ আদালতগুলো কেন ‘শুধু পুরুষদের ক্লাব’ হয়ে উঠছে *** গাজা গণহত্যায় ভারতের সঙ্গে যৌথভাবে উৎপাদিত অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল *** তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না: প্রধান উপদেষ্টা *** রাকসু নির্বাচন: হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪২ প্রার্থী *** ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা *** ইউরোপীয় পার্লামেন্টের উপকমিটির প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ *** নেপালে নাশকতাকারীদের বিচার করা হবে: সুশীলা

ইউরোপীয় পার্লামেন্টের উপকমিটির প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৫

#

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার জন্য ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির (ডিআরওআই) পাঁচ সদস্যের প্রতিনিধিদল আজ সোমবার (১৫ই সেপ্টেম্বর) ঢাকায় আসছেন। পাঁচ দিনের এই সফরে নেতৃত্ব দেবেন ডিআরওআইর চেয়ারম্যান মৌনির সাতৌরি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির পাঁচজন সদস্য ছাড়াও পার্লামেন্টের দুজন কর্মকর্তাসহ সব মিলিয়ে ১২ জন সদস্য থাকবেন।

ইউরোপীয় পার্লামেন্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সফরে প্রতিনিধিদলটি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি, বেসরকারি সংস্থা, নাগরিক সমাজের সংগঠন, শ্রমিক প্রতিনিধি এবং মাঠপর্যায়ে কর্মরত বহুপক্ষীয় সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবিরও পরিদর্শন করার কথা রয়েছে প্রতিনিধিদলটির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, খসড়া সূচি অনুযায়ী প্রতিনিধিদলটি আগামী বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। আর বৃহস্পতিবার দলটি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে যাবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার প্রতিনিধিদলটি বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবে।

ইউরোপীয় পার্লামেন্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংস্কারপ্রক্রিয়া শুরু করেছে। এতে দেশের নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগসহ অন্যান্য মূল প্রতিষ্ঠানগুলোর সংস্কারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বাংলাদেশ একটি নতুন অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) নিয়ে আলোচনা পুনরায় শুরু করেছে।

ইউরোপীয় পার্লামেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন