সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

অরুণাচলে বিশ্বের দীর্ঘতম জোড়া সুড়ঙ্গ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলে বিশ্বের দীর্ঘতম বাই-লেন সুড়ঙ্গ উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘সেলা টানেল’ নামের এই জোড়া সুড়ঙ্গের মাধ্যমে প্রতিবেশি রাজ্য আসামের রাজধানী গুয়াহাটি এবং তাওয়াংয়ের সঙ্গে অরুণাচলের সেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হলো।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৯ই মার্চ) অরুণাচলের সেলা অঞ্চলে সুড়ঙ্গটির উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।  

উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের ‘বিকশিত ভারত বিকশিত উত্তরপূর্ব’ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে এই জোড়া সুড়ঙ্গ। এসময় বিরোধী দল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, কংগ্রেস সবসময় সীমান্ত অঞ্চলকে অনুন্নত রাখতে চায়।

এই জোড়া সুড়ঙ্গ নির্মাণে কেন্দ্রীয় সরকারের মোট ব্যয় হয়েছে ৮২৫ কোটি রুপি। কৌশলগতভাবে এই স্থাপনাটি ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন : বিশ্ববাজারে কমছে খাদ্যের দাম

সেলা প্রকল্পের প্রথম টানেলের দৈর্ঘ্য হল ১ হাজার ৩ মিটার। দ্বিতীয় টানেলটি ১ হাজার ৫৯৫ মিটার দীর্ঘ। যে টানেলগুলো সেলার পশ্চিমে দুটি শৈলশৃঙ্গের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে।

সেলা টানেলে দুটি রাস্তাও আছে। দৈর্ঘ্য ৮ দশমিক ৬ কিলোমিটার। দ্বিতীয় টানেলে একটি বাই-লেন টিউব আছে। যা গাড়ি চলাচলের জন্য ব্যবহার করা হবে। আর একটি টিউব আছে, যা আপৎকালীন পরিস্থিতির জন্য ব্যবহৃত হবে বলে আধিকারিকরা জানিয়েছেন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সেলা টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদি। প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছিল ৬৯৭ কোটি টাকা। কিন্তু করোনাভাইরাস মহামারী-সহ বিভিন্ন কারণের জন্য সেনা টানেলের কাজ করতে কিছুটা দেরি হয়েছে, বেড়েছে খরচ। 

সূত্র : এনডিটিভি

এস/


প্রধানমন্ত্রী জোড়া সুড়ঙ্গ

খবরটি শেয়ার করুন