রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তিন খান একসঙ্গে মঞ্চে নেচে ভাইরাল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

যে মুহূর্ত সচরাচর দেখার সুযোগ হয় না বলিউডপ্রেমীদের। তেমনি এমন দৃশ্য দেখা গেল নীতা আম্বানি ও মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠান উপলক্ষে। সেজে উঠেছে ভারতের জামনগর। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড এবং দক্ষিণী সিনেমা জগতের সব তারকারা। জমকালো আয়োজনেই উদযাপন করা হয় সেই উৎসব। 

এই অনুষ্ঠানে এক মঞ্চে নেচে নেটদুনিয়া মাতিয়েছেন সালমান খান, শাহরুখ খান এবং আমির খান। অনুষ্ঠানে নেচে রীতিমতো দর্শকদের নজর কেড়েছেন এই তিন খান। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

শুক্রবার (১লা মার্চ) রাতে সেই অনন্য মুহূর্তের সাক্ষী হয়েছে এক বিয়ে-পূর্ব আসরে আসা অতিথিরা। বিয়েটা ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির। যেখানে গোটা বলিউড যেন হাজির। 

আরো পড়ুন: তারকার মেলায় অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং

এই বিয়ে-পূর্ব অনুষ্ঠানে বেশ কিছু গানে পারফর্ম করেছেন শাহরুখ, সালমান ও আমির। তবে অন্তর্জালে আলোচনায় এসেছে অস্কারজয়ী গান ‘নাটু নাটু’র পারফর্মেন্স। যেটা তেলুগু ছবি ‘আরআরআর’র গান। এক পর্যায়ে গানটির সঙ্গে তাল মেলাতে ছবির নায়ক রাম চরণও যোগ দেন তিন খানের সঙ্গে।

এই অনুষ্ঠানে বলিউড থেকে আরও উপস্থিত হয়েছিলেন সাইফ আলি খান, কারিনা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সারা আলি খান, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, রণবীর সিং, রণবীর কাপুরসহ অনেকে। 

এসি/ আই.কে.জে/


ভাইরাল তিন খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন