শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত *** ‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’ *** ‘জুমার পর ছোট ভাইয়ের সঙ্গে মারামারি’—মাইকিংয়ের পর ভুল স্বীকার সেই কদ্দুস মিয়ার *** ‘ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান, আঙুল বাঁকিয়ে কেন’ *** বাংলাদেশ সীমান্তে যে কারণে নতুন ৩ সামরিক ঘাঁটি বানাচ্ছে ভারত *** নির্বাচন হলে ক্ষমতা থাকবে ভারতের কাছে: ফরহাদ মজহার *** বাংলাদেশ সীমান্তবর্তী আসামে সামরিক ঘাঁটি স্থাপন করছে ভারত *** জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্ত চান ক্রিকেটারেরা *** নির্বাচনে খরচ করার মতো টাকা নেই উপদেষ্টা আসিফ মাহমুদের *** নেদারল্যান্ডসের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রব জেটেন

ভারতীয় ওই উড়োজাহাজ পাখির আঘাতে...

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ১২ই জুন ২০২৫

#

প্রতীকী ছবি

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর দুর্ঘটনার পেছনে পাখির আঘাতই মূল কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন উড়োজাহাজ চলাচল বিশেষজ্ঞরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তারা বলেছেন, উড্ডয়নের সময় একাধিক পাখির আঘাতে উড়োজাহাজটি পর্যাপ্ত গতি অর্জন করতে পারেনি, ফলে ইঞ্জিন শক্তি হারিয়ে বিধ্বস্ত হয়।

দিল্লি থেকে লন্ডনের গ্যাটউইক যাওয়ার পথে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার (১২ই জুন) বেলা ১টা ৩০ মিনিটের দিকে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। এতে ২৩২ জন যাত্রী, ১০ জন ক্রুসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন।

সাবেক সিনিয়র পাইলট ক্যাপ্টেন সৌরভ ভাটনগর বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একাধিক পাখির আঘাতের ঘটনা, যার ফলে দুটি ইঞ্জিনই শক্তি হারায়। উড্ডয়ন ঠিকঠাক ছিল, কিন্তু চাকা ভাঁজ করার আগেই উড়োজাহাজটি নামতে শুরু করে, যা সাধারণত ইঞ্জিনের পাওয়ার হারালে বা লিফট না থাকলে ঘটে।

অ্যাভিয়েশন বিশেষজ্ঞ সঞ্জয় লাজার বলেন, উড়োজাহাজটি তুলনামূলকভাবে নতুন। মাত্র ১১ বছর হয়েছে, তাই যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা কম। পাখির আঘাতের কারণে ইঞ্জিনে আগুন ধরলে উড়োজাহাজটি উড্ডয়নের ৬-৭ মিনিটের মধ্যেই নেমে যেতে পারে।

উড়োজাহাজটি একটি আবাসিক এলাকার ওপর দিয়ে যাচ্ছিল, যেখানে পাখির আনাগোনা ছিল বলেই ধারণা। এয়ার ইন্ডিয়া জানায়, আরোহীদের মধ্যে ১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান ছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে বলেছেন, ‘আহমেদাবাদের এ  দুর্ঘটনা আমাদের স্তব্ধ করে দিয়েছে। এটি ভাষাতীত এক হৃদয়বিদারক ঘটনা। ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং উদ্ধারকাজে নিয়োজিত মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

এইচ.এস/

উড়োজাহাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250