বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

‘ঘূর্ণিঝড় স্থগিতের’ বিষয়ে বিজ্ঞপ্তি দেয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ২৭শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ‘পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত’—এমন শিরোনামে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনা করছেন অনেকে। তবে বিজ্ঞপ্তিটি বানোয়াট ও ভুয়া বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দফতর।

রোববার (২৬শে মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার জন্য অসাধু সাইবার অপরাধী চক্র মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক তথ্য বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তির আদলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। যার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। গত ১৬ই মে তারিখের বরাতে ‘আগামী ২৬শে মে রোববার পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত করা হয়েছে’ শীর্ষক যে বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, সেটি ভুয়া, বানানো এবং উদ্দেশ্যপ্রণোদিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এমন তথ্য সংবলিত কোনো সংবাদ বিজ্ঞপ্তি কোথাও পাঠানো হয়নি।

আরো পড়ুন: উপকূলের শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভুয়া তথ্য প্রচার না করার জন্য আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিষয়টি সম্পর্কে সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হলো। যারা এই ধরনের ভুয়া সংবাদ তৈরি করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এসি/ আই.কে.জে/

ঘূর্ণিঝড় জাতীয় বিশ্ববিদ্যালয়

খবরটি শেয়ার করুন