বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শিশুকে এই ৫ কথা কখনও বলবেন না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমরা অনেকেই সন্তানকে মজা করে অনেক কথাই বলে থাকি। কখনো কখনো আবার রাগ বা অভিমান থেকেও বলি। বড়দের এসব আপাত সরল ও নির্দোষ কথাই শিশুর কাছে ভিন্ন অর্থ বয়ে আনতে পারে। এসব কথা অনেক সময় শিশুর জন্য হতে পারে নেতিবাচক। তার মানসিক গঠনে ফেলতে পারে প্রভাব। চলুন জেনে নিই শিশুকে কোন পাঁচটি কথা বলা যাবে না।

মা বেশি ভালোবাসে, না বাবা?

প্রায়ই আমরা সন্তানকে এই প্রশ্ন করে থাকি। কিন্তু এই প্রশ্ন একেবারেই করা উচিত নয়। মা–বাবা দুজনেই একটি শিশুর কাছে সমান গুরুত্বপূর্ণ। শিশুর জীবনে তাদের দুজনেরই অবদান রয়েছে। যখন এই প্রশ্ন করা হয়, তখন শিশু বিভ্রান্ত হয়ে পড়ে। কার নাম সে বলবে! ছোট হলেও সে বুঝতে পারে, যেকোনো একজনের নাম বললে অন্যজন মন খারাপ করবেন। আবার সে বুঝতে পারে, যখন মা প্রশ্নটি করছেন, তখন মায়ের নাম বললে তিনি খুশি হবেন। না চাইতেও সে হয়তো মিথ্যা বলে। কিংবা খুশি করার জন্য উত্তর সাজায়। এগুলো খুব ছোট মিথ্যা হলেও এর মধ্য দিয়ে শিশুর মিথ্যা বলার প্রবণতা তৈরি হয়। অন্যকে খুশি করতে গিয়ে বানিয়ে উত্তর দেওয়ার পথও খুলে যায়। এতে করে তার মনের ওপর চাপ তৈরি হয়।

তোমাকে নয়, তোমার ভাইকে বেশি ভালোবাসি

ভাইবোনদের মধ্যে কখনো তুলনা করতে যাওয়া উচিত নয়। সন্তানদের মধ্যে কখনোই ভালোবাসার ক্ষেত্রে বৈষম্য করা বা তা প্রকাশ করা উচিত নয়। অনেক সময় অভিভাবকেরা মজা করেই বলেন যে তোমাকে ভালোবাসি না। তোমার বোন বা ভাই আমার বেশি প্রিয়।

এভাবে বললে ওই ভাইবোনের প্রতি শিশুর একধরনের ঈর্ষাবোধ তৈরি হয়। অথচ ওই ভাইবোনের সঙ্গে শিশুর হয়তো কোনো সমস্যাই ছিল না। সে যখন জানল, মা–বাবা তার চেয়ে ভাইবোনকে বেশি ভালোবাসেন, তখনই সে নিজেকে বৈষম্যের শিকার বলে ধরে নিতে শুরু করে। কারণ, তার জন্য তো মা–বাবা খুবই গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন : অল্পতেই হাঁপিয়ে উঠছেন? সচেতন হোন এই বিষয়ে

দেখা গেল, মা–বাবার মজা করে বলা একটি কথা তার মনে সারাজীবনের জন্য গেঁথে রইল। সে সব সময় নিজেকে আলাদা বা অবহেলিত ভাবতে শুরু করল। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত শিশুরা কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পারে না, যা শোনে আক্ষরিক অর্থেই, সেটা সত্যি বলে ধরে নেয়। তাই মা–বাবা মজা করে বললেও সেটাই তার কাছে সত্যবাক্য হয়ে ওঠে। তাই সন্তানদের মধ্যে বা সন্তানের সঙ্গে অন্য কারও তুলনা করা যাবে না। এটি তার মানসিক গঠনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে, তার মধ্যে হীনম্মন্যতার জন্ম দেয়।

তুমি একটা গাধা

প্রায়ই আমরা আদর বা রাগ করে সন্তানকে বোকা বা গাধা বলে থাকি। শিশুরা তো বুঝতেই পারবে না যে তাকে মজা করে বোকা বলা হচ্ছে। সে ধরেই নেবে যে সে বোকামি করে, তাই তাকে বোকা বলা হচ্ছে। আবার কিশোর কাউকে যখন এটা বলা হবে, সে শুনে রাগ করবে। তার ভেতরে একধরনের হীনম্মন্যতা তৈরি হবে। সে নিজেকে নিয়ে কুণ্ঠাবোধ করবে। এসব শব্দ তার ভেতর অপমানবোধের জন্ম নেবে। দেখা যাবে ধীরে ধীরে সে মা–বাবার থেকে দূরে চলে যাচ্ছে।

তুমি পারবে না

কোনো কাজ করার আগে কখনোই বলা যাবে না যে শিশু সেটি পারবে না। তাহলে কাজটি শুরু করার আগেই তার মাথায় এই ধারণা ঢুকে যাবে যে সে তো আসলে কাজটি পারবেই না। কারণ, মা–বাবা তো বলেই দিয়েছেন যে কাজটি সে পারবে না বা তাকে দিয়ে হবে না। তাই সেটি করার যে চেষ্টা, সেটাই আর তার ভেতর থেকে আসবে না। ওই কাজে সে উৎসাহ ও আগ্রহ হারাবে। স্বাভাবিকভাবেই এই নেতিবাচক কথা তার জীবনে বড় প্রভাব ফেলতে পারে। তাই শিশুকে সব সময় উৎসাহ দিয়ে কথা বলা উচিত। যেহেতু মা–বাবা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা উৎসাহ দিলে সে কাজে আগ্রহ পাবে। তারা পাশে থাকলে যেকোনো কঠিন কাজও সে সহজে করে ফেলতে পারবে।

তোমাকে কুড়িয়ে এনেছিলাম

বাংলাদেশের শিশুদের এই কথা সম্ভবত সবচেয়ে বেশি শুনতে হয়। ভাইবোনের চেহারা বা স্বভাবে মিল না থাকলে কিংবা শিশুর কোনো আচরণ পছন্দ না হলেই মা–বাবা বলে বসেন, তুমি তো আমাদের সন্তান নয়। তোমাকে কুড়িয়ে এনেছিলাম। কিংবা হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম। মা–বাবা হয়তো ভাবেন এটা বললে শিশু ভয় পাবে, ফলে তাদের মনমতো কাজ করবে। কিন্তু ছোট্ট শিশুর মনে এই কথার ভয়ংকর প্রভাব পড়তে পারে। ১১ বছর বয়স পর্যন্ত একটি শিশুর আনুষ্ঠানিক চিন্তার প্রক্রিয়া বা ‘ফরমাল থট’ তৈরি হয় না। কথার যে অন্য অর্থ থাকতে পারে, সেটা সে বোঝে না। ফলে মা–বাবা যখন বলছেন, তোমাকে কুড়িয়ে এনেছি, তখন সেটাকেই সত্যি ভেবে নিচ্ছে শিশু। সে মনে করতে থাকে, আমি তো এই পরিবারের কেউ নয়, এ জন্য আমি আলাদা। এ জন্য আমাকে কম ভালোবাসে, এ জন্য আমাকে বকা দেয়, রাগ করে।

এ থেকে তার ভেতর তৈরি হতে পারে হতাশা বা বিষণ্নতা। তার মানসিক গঠন হয়ে পড়তে পারে ভঙ্গুর। যেহেতু সে ছোট, তাই মনের এই অবস্থার সঙ্গে যুদ্ধ করে সে পেরে ওঠে না। মনের ভেতর কষ্ট চেপে বড় হতে থাকে। একটা সময় গিয়ে হয়তো বুঝতে পারে যে এগুলো সব মজা করে বলা। কিন্তু তত দিনে তার ভেতরে জন্ম নিয়েছে হীনম্মন্যতা, হতাশা। নেতিবাচক যে মনোভাব তার ভেতর গেঁড়ে বসেছে, সেটা সহজে দূর হতে চায় না। দিনশেষে দেখা যায়, নানা ধরনের মানসিক জটিলতা নিয়ে শিশুটি বেড়ে উঠছে।

এস/ আই.কে.জে/

শিশু ৫ টিপস

খবরটি শেয়ার করুন