প্রতীকী ছবি
ভারতের পাঞ্জাবে এক আইপিএস অফিসারের বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ কোটি নগদ টাকা, অডি গাড়ি, মার্সিডিজ, দামি দামি ঘড়ি এবং এক কেজি সোনা উদ্ধার করেছেন সিবিআই কর্মকর্তারা।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ঘুষ চাওয়ার অভিযোগকে কেন্দ্র করে তদন্তের সূত্রপাত। সেই সূত্র ধরে পাঞ্জাবের রোপার রেঞ্জের ডিআইজি হরচরণ সিং ভুল্লারের বাড়িতে অভিযান চালায় সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তল্লাশি অভিযানের সময় ওই আইপিএসের কোটি কোটি টাকার সম্পত্তিরও হদিস মিলেছে।
সিবিআই জানিয়েছে, স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা ‘নিষ্পত্তি’ করে দেওয়ার কথা জানিয়ে ঘুষ দাবি করেছিলেন হরচরণ। সেই সূত্রে ধরা পড়েন তিনি।
পাঞ্জাবের ফতেহগড় সাহিবের ব্যবসায়ী আকাশ বাট্টা কয়েকদিন আগে ঘুষের অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, ডিআইজি হরচরণ তাকে একটি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছিলেন।
প্রাথমিকভাবে আট লক্ষ টাকা দাবি করেছিলেন হরচরণ। আর মাসে মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিলেই ওই মামলা থেকে রেহাই মিলবে বলে জানিয়েছিলেন তিনি। তবে নিজে সরাসরি ঘুষ দাবি করেননি। কৃষ্ণ নামে এক ব্যক্তির মধ্যস্থতায় হয়েছিল সেই ‘চুক্তি’। এমনই দাবি অভিযোগকারী ব্যবসায়ীর।
এ ঘটনায় কৃষ্ণ নামে ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে সিবিআই।
সূত্রের খবর, এখন পর্যন্ত হরচরণের বাড়ি থেকে পাঁচ কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে। এ ছাড়াও, এক কেজি সোনার গয়না, দুটি বিলাসবহুল গাড়ি, ২২টি দামি ঘড়ি, ৪০ লিটার মদসহ আরো অনেক কিছু উদ্ধার করেছে সিবিআই। ২০০৯ সালে আইপিএস অফিসার হন হরচরণ।
ডিআইজি হওয়ার আগে পাঞ্জাবের বিভিন্ন জায়গায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৪ সাল থেকে রোপা রেঞ্জের ডিআইজি পদে রয়েছেন হরচরণ। তার বাবাও একজন পুলিশ কর্মকর্তা ছিলেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন