ছবি-ফাইল
ব্যাপক আলোচিত রামমন্দির ২২শে জানুয়ারি উদ্বোধন করেছেন ভারত সরকারের শীর্ষ ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামমন্দির উদ্বোধন উপলক্ষে ভারতের অযোধ্যায় বিরাট উৎসবের আয়োজন চলে। দেশটির বিভিন্ন শহর থেকে অযোধ্যা বিমানবন্দর পর্যন্ত আলাদা বিমান সেবাও চালু হয়।
জানা গেছে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ৮০০০ মানুষ উদ্বোধনের সময় অযোধ্যায় উপস্থিত হন। বেশ কয়েক বছর সময় লেগেছে এ মন্দিরটি নির্মাণ করতে। এটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ১১০০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১৪২৯ কোটি টাকারও বেশি। রামমন্দির তৈরিতে সাহায্য করেছেন ভারতের শোবিজ ভুবনের বাসিন্দারাও। এদের তালিকায় রয়েছেন প্রথম সারির বেশ কয়েজন বলিউড তারকা।
তাদের মধ্যে আছেন অক্ষয় কুমার, অনুপম খের, গুরমিত চৌধুরি, পবন, হেমা মালিনীসহ আরও অনেকে। তাদের ভক্তরা জানতে চাচ্ছেন এ তারকারা কত টাকা দিয়েছেন রামমন্দির নির্মাণের জন্য।
বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক দীর্ঘদিনের। অক্ষয় বছর দুয়েক আগে রামমন্দির নির্মাণের জন্য তার ভক্ত-অনুরাগীদের কাছে আর্থিক অনুদান চেয়েছিলেন। নিজেও মোটা অংকের অর্থ অনুদান দিয়েছেন এ অভিনেতা। তবে টাকার অংক তিনি প্রকাশ করতে চাইছেন না।
অভিনেতা অনুপম খের রামমন্দির নির্মাণের পক্ষে বার বার জয়গান গেয়েছেন। মন্দির নির্মাণে ‘রাম’ লেখা ইট দিয়েছেন। পূর্বপুরুষদের শ্রদ্ধা জানিয়ে এ অনুদান দিয়েছেন অভিনেতা।
মথুরার সংসদ সদস্য বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী রামমন্দির নির্মাণে বিপুল অংকের অর্থ অনুদান দিয়েছেন বলে জানা গেছে। তবে টাকার অংক তিনিও প্রকাশ করতে চাইছেন না।
আরো পড়ুন: দীপিকার আবেদনময়ী দৃশ্যে কাঁচি
ভারতীয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মুকেশ খন্না। ‘শক্তিমান’ সিরিয়ালের মাধ্যমেই তিনি জনপ্রিয়তা লাভ করেন। তিনি মন্দির নির্মাণে ১ লাখ রুপি দিয়েছেন অযোধ্যার বিধায়ককে। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩২ হাজার টাকারও বেশি।
রামের চরিত্রে অভিনয় করে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন অভিনেতা গুরমীত চৌধুরি। রামমন্দির নির্মাণে তিনিও আর্থিক অনুদান দিয়েছেন। তিনি টাকার অংক প্রকাশ করেননি।
রামমন্দির নির্মাণে শুধু বলিউডের তারকারা নন, এগিয়ে এসেছেন দক্ষিণী সিনেমার তারকারাও। দক্ষিণী অভিনেতা পবন কল্যাণ প্রায় ৩০ কোটি রুপি আর্থিক সাহায্য করেছেন মন্দির নির্মাণে। যা বাংলাদেশি মুদ্রায় ৩৯ কোটি টাকারও বেশি। এছাড়া আরও অনেক অভিনেতাই অর্থ দিয়েছেন, তবে আসল অংক খোলাসা করতে চাইছেন না তারা।
এসি/ আই. কে. জে/