শুক্রবার, ৩১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক ক্রিকেটার আজহারউদ্দিন *** ভারতে আরএসএস নিষিদ্ধের দাবি জানালেন কংগ্রেস সভাপতি খাড়গে *** নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে: ইসি *** হিন্দুদের ভাগ্যোন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার: গোলাম পরওয়ার *** ১০ মাসে ঢাকায় ঝটিকা মিছিল থেকে অন্তত ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার *** এনসিপির জন্য শাপলার কলি প্রস্তাব করেছিলেন রাশেদ খান! *** বিএনপি অন্যায়ভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে: তাহের *** গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই হোক, নির্বাচন ১৫ই ফেব্রুয়ারির আগে: শফিকুল আলম *** অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: মির্জা ফখরুল *** জাকির নায়েককে দিল্লির হাতে তুলে দেবে ঢাকা, প্রত্যাশা ভারতের

ফিলিস্তিনিদের জলপাই তুলতে সহায়তা করেন আমেরিকান দুই ইহুদি নারী, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের জলপাই তোলার মৌসুমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য অধিকৃত পশ্চিম তীরে যাওয়া দুই মার্কিন ইহুদি নারীকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ইসরায়েল। তাদের ভ্রমণের ব্যবস্থা করা বেসরকারি সংস্থাগুলো (এনজিও) এ তথ্য জানিয়েছে।

জলপাই তোলার মৌসুমে স্বেচ্ছাসেবকদের সংগঠিত করা সলিডারিটি অব নেশনস এবং রাব্বিজ ফর হিউম্যান রাইটস একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, দুই নারীসহ মোট ১১ জনকে নাবলুসেরন কাছে বুরিন গ্রামে পৌঁছনোর আগেই আটক করা হয়েছিল। খবর এএফপির।

ইসরায়েলি সেনাবাহিনী একটি বন্ধ সামরিক অঞ্চল আদেশ জারি করেছিল, যা সাধারণত জলপাই তোলার সময় ফিলিস্তিনি জমিতে প্রবেশে বাধা দিতে ব্যবহৃত হয়।

স্বেচ্ছাসেবকরা একটি বিকল্প পথে সেই স্থানে পৌঁছনোর চেষ্টা করেছিলেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বেচ্ছাসেবকরা যখন সেনাদের আদেশ মেনে চলার জন্য তাদের কাছে পৌঁছন, তখন তাদের আটক করা হয়।’

দলটির মধ্যে থাকা ইসরায়েলি স্বেচ্ছাসেবকদের একটি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করার পর মুক্তি দেওয়া হয়, কিন্তু দুই মার্কিন নাগরিককে জানানো হয়, তাদের বহিষ্কার করা হবে। 

এনজিওগুলোর বিবৃতিতে বলা হয়েছে, ‘এই স্বেচ্ছাসেবকদের বহিষ্কারের সিদ্ধান্ত অহিংস মানবাধিকার কাজ এবং ইসরায়েল-ফিলিস্তিনে ন্যায়বিচারের জন্য ইহুদি কণ্ঠস্বরকে নীরব করে দেওয়ার এক উদ্বেগজনক প্রবণতাকে প্রতিফলিত করে।'

ইসরায়েলি এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকরা নিয়মিতভাবে ফিলিস্তিনিদের জলপাই তুলতে সহায়তা করেন। এই কৌশল ‘সুরক্ষামূলক উপস্থিতি’ হিসেবে পরিচিত, যার লক্ষ্য হলো ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ফসল সংগ্রহে বাধা দেওয়া থেকে বিরত রাখা।

কিন্তু একটি বিশেষভাবে সহিংস ২০২৫ সালের জলপাই তোলার মৌসুমে এই পদ্ধতির সীমাবদ্ধতাগুলো স্পষ্ট হয়েছে, যেখানে বিদেশি এবং ইসরায়েলি স্বেচ্ছাসেবকদের জড়িত থাকার অনেক সংঘর্ষের ঘটনা রেকর্ড করা হয়েছে। এএফপি সাংবাদিকেরা এই বছরের ফসল তোলার সময় বসতি স্থাপনকারীদের অন্তত আটটি হামলা প্রত্যক্ষ করেছেন।

জে.এস/

ইহুদি নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250