ছবি: সংগৃহীত
ফিলিস্তিনিদের জলপাই তোলার মৌসুমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য অধিকৃত পশ্চিম তীরে যাওয়া দুই মার্কিন ইহুদি নারীকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ইসরায়েল। তাদের ভ্রমণের ব্যবস্থা করা বেসরকারি সংস্থাগুলো (এনজিও) এ তথ্য জানিয়েছে।
জলপাই তোলার মৌসুমে স্বেচ্ছাসেবকদের সংগঠিত করা সলিডারিটি অব নেশনস এবং রাব্বিজ ফর হিউম্যান রাইটস একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, দুই নারীসহ মোট ১১ জনকে নাবলুসেরন কাছে বুরিন গ্রামে পৌঁছনোর আগেই আটক করা হয়েছিল। খবর এএফপির।
ইসরায়েলি সেনাবাহিনী একটি বন্ধ সামরিক অঞ্চল আদেশ জারি করেছিল, যা সাধারণত জলপাই তোলার সময় ফিলিস্তিনি জমিতে প্রবেশে বাধা দিতে ব্যবহৃত হয়।
স্বেচ্ছাসেবকরা একটি বিকল্প পথে সেই স্থানে পৌঁছনোর চেষ্টা করেছিলেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বেচ্ছাসেবকরা যখন সেনাদের আদেশ মেনে চলার জন্য তাদের কাছে পৌঁছন, তখন তাদের আটক করা হয়।’
দলটির মধ্যে থাকা ইসরায়েলি স্বেচ্ছাসেবকদের একটি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করার পর মুক্তি দেওয়া হয়, কিন্তু দুই মার্কিন নাগরিককে জানানো হয়, তাদের বহিষ্কার করা হবে।
এনজিওগুলোর বিবৃতিতে বলা হয়েছে, ‘এই স্বেচ্ছাসেবকদের বহিষ্কারের সিদ্ধান্ত অহিংস মানবাধিকার কাজ এবং ইসরায়েল-ফিলিস্তিনে ন্যায়বিচারের জন্য ইহুদি কণ্ঠস্বরকে নীরব করে দেওয়ার এক উদ্বেগজনক প্রবণতাকে প্রতিফলিত করে।'
ইসরায়েলি এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকরা নিয়মিতভাবে ফিলিস্তিনিদের জলপাই তুলতে সহায়তা করেন। এই কৌশল ‘সুরক্ষামূলক উপস্থিতি’ হিসেবে পরিচিত, যার লক্ষ্য হলো ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ফসল সংগ্রহে বাধা দেওয়া থেকে বিরত রাখা।
কিন্তু একটি বিশেষভাবে সহিংস ২০২৫ সালের জলপাই তোলার মৌসুমে এই পদ্ধতির সীমাবদ্ধতাগুলো স্পষ্ট হয়েছে, যেখানে বিদেশি এবং ইসরায়েলি স্বেচ্ছাসেবকদের জড়িত থাকার অনেক সংঘর্ষের ঘটনা রেকর্ড করা হয়েছে। এএফপি সাংবাদিকেরা এই বছরের ফসল তোলার সময় বসতি স্থাপনকারীদের অন্তত আটটি হামলা প্রত্যক্ষ করেছেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন 
                      
                                                
                                             
                                         
                                                         
                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                             
                                                     
                                                     
                                                     
                                            