শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে মাদারীপুরে বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্র সুনীল গঙ্গোপাধ্যায়ের ৯০তম জন্মদিন ছিল ৭ই সেপ্টেম্বর। এ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন লণ্ঠন’র সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলায়।

সংগঠনের সভাপতি সাইফুল আলম সজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামের নির্দেশনায় কর্মসূচি উদ্বোধন করেন কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন রিফাত, শামীম, হাসিব ঢালী, মিন্টু, তানভীর, শাকিল, অভি প্রমুখ। তারা একাডেমির মাঠে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করেন।

সংগঠনের সদস্য রুপম বলেন, ‘আমরা যদি আমাদের এলাকার কৃতি সন্তানদের যথাযথ সম্মান দিতে পারি, তাহলে এই এলাকায় আবার নতুন কিংবদন্তি জন্ম নেবেন।’

আরও পড়ুন: ‘মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষা শিখে যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে’

সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালের ৭ই সেপ্টেম্বর মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এ দেশে জন্ম হলেও তিনি বড় হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে। পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে।

তিনি বিশ শতকের শেষভাগে সক্রিয় প্রথিতযশা বাঙালি সাহিত্যিক। ২০১২ সালে মৃত্যুর আগে চার দশক বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে সর্ববৈশ্বিক বাংলা ভাষার জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন।

বাংলা ভাষার এই সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসেবে অজস্র রচনা উপহার দিয়েছেন। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ-পরবর্তী অন্যতম প্রধান কবি ছিলেন।

এসি/ আই.কে.জে/

সুনীল গঙ্গোপাধ্যায় বৃক্ষরোপণ কর্মসূচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250