বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

৬ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ড্র লিভারপুলের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৩ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আরও এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড ও লিভারপুল। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-৩ গোলে ড্র করেছে তারা। নিউক্যাসেলের মাঠ সেইন্ট জেমস পার্কে জোড়া গোল করেন লিভারপুুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

বুধবার (৪ঠা ডিসেম্বর) ৩৫ মিনিটে আলেক্সান্ডার আইস্যাকের গোলে প্রথমে লিড নেয় নিউক্যাসেল। বিরতির আগে এই শোধ করতে পারেনি লিভারপুল।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিট পরই সমতায় ফেরে লিভারপুল। গোল করেন কার্টিস জোনস। ইংলিশ মিডফিল্ডারকে অ্যাসিস্ট করেন সালাহ।

১২ মিনিট পর আবারও এগিয়ে যায় নিউক্যাসেল। এবার স্বাগতিক দলের হয়ে গোল করেন অ্যান্থনি গর্ডন। থ্রো বলে ইংলিশ উইঙ্গারকে অ্যাসিস্ট করেন আইস্যাক।

আরো পড়ুন : গায়ানায় প্রথম জয়ের দেখা পেলো রংপুর

লিভারপুল ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ার জোড়া গোল করেন সালাহ। মিশরীয় সুপারস্টারের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। তখন মনে হয়েছে, আরও একটি জয় পেতে যাচ্ছে আর্নে স্লটের দল। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারায় অলরেডরা।

নিউক্যাসেলের হয়ে ৯০ মিনিটে গোল করেন ফ্যাবিয়ান শার। এতে শেষ বাঁশি বেজে ওঠার আগে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ শেষ হয় ৩-৩ সমতায়। এতে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট হতে হয় দুই দলকে।

১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে বরাবরেই মতো শীর্ষে আছে লিভারপুল। এখনো দ্বিতীয় স্থানে থাকা চেলসি থেকে ৭ পয়েন্ট বেশি অলরেডদের। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১০তম স্থানে আছে নিউক্যাসেল।

এস/ আই.কে.জে/       



লিভারপুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন