বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান *** বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

দেশের ভবিষ্যতের দিকে তাকিয়ে গণভোটে অংশ নিতে হবে: আলী রিয়াজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কারও মুখের দিকে না তাকিয়ে দেশের ভবিষ্যতের দিকে তাকিয়ে সবাইকে গণভোটে অংশ নিতে হবে। তিনি বলেন, 'গণভোটের মার্কা টিক চিহ্ন, গণভোটের মার্কা "হ্যাঁ"।'

আজ রোববার (১১ই জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত 'গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলনে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, 'আসুন, জুলাই আন্দোলনের শহীদ এবং গুমের শিকার পরিবারের সদস্যদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি। সবাই মিলে এই সুযোগ গ্রহণ করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।'

তিনি আরও বলেন, 'গত ১৬ বছর ধরে দেশে অগণিত গুম, খুন ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিবর্তন ছাড়া দেশ এগোতে পারবে না। আমাদের তরুণ প্রজন্ম জীবন দিয়ে এই সুযোগ তৈরি করে দিয়েছে।'

প্রধানমন্ত্রীর মেয়াদের কথা উল্লেখ করে তিনি বলেন, 'আগে প্রধানমন্ত্রী যতদিন খুশি ক্ষমতায় থাকতে পারতেন। এখন দুইবারের বেশি থাকতে পারবেন না।'

গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, 'অন্যান্য ভোট যেমন ব্যক্তিকে দেওয়া হয়, গণভোট তেমন নয়। এটি ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তারই রূপরেখা।'

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, 'বিগত ফ্যাসিস্ট সরকার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং সেই অর্থ দিয়ে এখন অপপ্রচার চালাচ্ছে। ইমামদের সত্য তুলে ধরতে হবে, যাতে মানুষ বিভ্রান্ত না হয়। এটি তাদের ঈমানি দায়িত্ব।'

তিনি আরও বলেন, 'পুরোনো ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে, সে জন্যই গণভোট। বর্তমান সাংবিধানিক কাঠামোতে গুরুতর ত্রুটি রয়েছে, যার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট তৈরি হয়েছে। মানুষ ইমামদের বিশ্বাস করে। আপনারা গণভোটের প্রচার করলে মানুষ তা শুনবে।'

ধর্মসচিব মো. কামাল উদ্দিন বলেন, 'ইমাম সাহেবরা প্রতি জুমায় নির্ভীকভাবে সত্য কথা বলবেন।'

আলী রীয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250