সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সংবিধান রচনার ঘোষণা এনসিপির *** জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে ৮ জনের নাম বাদ *** বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি *** স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি *** বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ *** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৫

#

ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩রা আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয় প্রশাসন।

বিবিসি জানিয়েছে, এবার ফিলিস্তিনপন্থী মিছিলটি ছিল ২০২৩ সালের ওয়ার্ল্ড প্রাইড আয়োজনের পর হারবার ব্রিজে জনসমাবেশের প্রথম ঘটনা। আয়োজকেরা একে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড বহন করেন এবং যুদ্ধ বন্ধে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান। ‘লজ্জা লজ্জা ইসরায়েল, লজ্জা লজ্জা আমেরিকা’ এবং ‘আমরা কী চাই? যুদ্ধবিরতি। আমরা এটা কখন চাই? এখনই’—এমন সব স্লোগানে মুখর হয়ে ওঠে ব্রিজের পরিবেশ।

এই মিছিলে ছোট শিশুদের নিয়েও অংশ নেয় বহু পরিবার। অ্যালেক বেভিল নামের মিছিলে অংশগ্রহণকারী এক ব্যক্তি বলেন, ‘গাজায় শিশুদের যে দুর্দশা, তা আমার তিন বছরের ছেলের সঙ্গে মিলিয়ে দেখি। এটা আমাদের সবার দায়িত্ব।’

আরও এক বিক্ষোভকারী জারা উইলিয়ামস তার সন্তানকে নিয়ে এসেছিলেন বিক্ষোভে। তিনি বলেন, ‘আমাদের সরকার ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো নিষেধাজ্ঞা দেয়নি। একটি জনগোষ্ঠীকে যখন অনাহারে মারা হচ্ছে, আমরা তখন চুপচাপ থাকতে পারি না।’

উল্লেখ্য, বিক্ষোভ শুরুর দুই ঘণ্টা পর নিউ সাউথ ওয়েলস পুলিশ একটি বার্তায় জানায়, জননিরাপত্তার স্বার্থে মিছিলটি বন্ধ করতে হবে এবং সবাইকে শান্তভাবে শহরের দিকে ফিরতে অনুরোধ করা হয়। ব্রিজজুড়ে মোতায়েন করা হয় দাঙ্গা দমন বাহিনী।

এই সমাবেশের আয়োজক প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ গত সপ্তাহে হারবার ব্রিজে মিছিলের জন্য আবেদন করেছিল। পুলিশ যথাযথ ট্র্যাফিক ব্যবস্থাপনার অভাব ও ভিড়জনিত নিরাপত্তা উদ্বেগের কারণে অনুমোদন দেয়নি এবং আদালতে নিষেধাজ্ঞা চায়। শেষ পর্যন্ত বিচারপতি বেলিন্ডা রিগ পুলিশের উদ্বেগকে যুক্তিসংগত বললেও তিনি জানান—গাজায় মানবিক বিপর্যয়ের কারণে কেন এই বিক্ষোভ জরুরি, তা ভালোভাবেই ব্যাখ্যা করেছেন আয়োজক জোশ লিস। তাই তিনি নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যান করেন এবং সড়ক বন্ধ করে জনসমাবেশের অনুমতি দেন।

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, ফেডারেল এমপি এড হুসিক ও নিউ সাউথ ওয়েলসের সাবেক প্রধানমন্ত্রী বব কারসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও এই মিছিলে অংশ নেন।

ফিলিস্তিনপন্থী বিক্ষোভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন