মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা | ছবি- মিস ইউনিভার্স বাংলাদেশ
লেবানিজ-ফরাসি সঙ্গীতজ্ঞ ওমর হারফাউচ ইনস্টাগ্রামে পদত্যাগের ঘোষণা দিয়ে অভিযোগ করেন যে, চূড়ান্ত পর্বের আগেই একটি ‘জুরি’ ফাইনালিস্টদের তালিকা তৈরি করে রেখেছে। এর কয়েক ঘণ্টা পর ফরাসি ফুটবল তারকা ক্লদ ম্যাকেলেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান।
ঝড়ো বিতর্ক, বিচারকদের পদত্যাগ ও প্রতিযোগীদের বিক্ষোভে টালমাটাল পরিস্থিতির মধ্যেই আজ শুক্রবার (২১শে নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স ২০২৫-এর ফাইনাল। হীরক-মুক্তাখচিত সোনার মুকুট উঠবে নতুন ‘রানির’ মাথায়, যার মাধ্যমে শেষ হবে এ বছরের অস্বাভাবিকভাবে অশান্ত আসর।
এ আয়োজন নিয়ে দর্শকের বরাবরই আগ্রহ থাকে। এবার বাংলাদেশে আগ্রহ অনেকটা বেশি। তানজিয়া জামান মিথিলা এ প্রতিযোগিতায় ভালোভাবেই আছেন।
মিস ইউনিভার্স অর্গানাইজেশনের (এমইউও) তথ্য অনুযায়ী, ৭৪তম সংস্করণের এ সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে থাইল্যান্ডের ননথাবুরির পাক ক্রেত-এর ইমপ্যাক্ট চ্যালেঞ্জার হলে। সেখান থেকে সরাসরি সম্প্রচারিত হবে মিস ইউনিভার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। থাইল্যান্ডের সময় অনুসারে সকাল ৮টায় শুরু হয়েছে চূড়ান্ত পর্ব। বাংলাদেশ সময় সকাল ৭টা থেকে সরাসরি সম্প্রচার দেখতে পারছেন দর্শকরা।
প্রতিযোগিতার আগের একাধিক ঘটনা উত্তাপ ছড়িয়েছে। প্রমোশনাল কনটেন্ট পোস্ট না করায় মিস মেক্সিকোকে প্রকাশ্যে ভর্ৎসনা করেন আয়োজক ও থাই মিডিয়া ব্যক্তিত্ব নাওয়াত ইৎসরাগ্রাসিল। তার আচরণের প্রতিবাদে কয়েকজন প্রতিযোগী কক্ষ ত্যাগ করলে অর্গানাইজেশন ‘দুরভিসন্ধিমূলক’ বলে এ পদক্ষেপের নিন্দা জানায়। পরে দুই বিচারক পদত্যাগ করেন।
লেবানিজ-ফরাসি সঙ্গীতজ্ঞ ওমর হারফাউচ ইনস্টাগ্রামে পদত্যাগের ঘোষণা দিয়ে অভিযোগ করেন যে, চূড়ান্ত পর্বের আগেই একটি ‘জুরি’ ফাইনালিস্টদের তালিকা তৈরি করে রেখেছে। এর কয়েক ঘণ্টা পর ফরাসি ফুটবল তারকা ক্লদ ম্যাকেলেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান।
মিস ইউনিভার্স অর্গানাইজেশন এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে, ‘বাইরের কোনো দলকে প্রতিযোগী মূল্যায়ন বা ফাইনালিস্ট নির্বাচন করার অনুমতি দেয়া হয়নি।‘
এদিকে প্রিলিমিনারি রাউন্ডে মঞ্চে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হন মিস জ্যামাইকা। এসবের মধ্যেই অর্গানাইজেশনের শীর্ষ পর্যায়ে বড় রদবদল ঘটে। দায়িত্ব ছাড়েন সাবেক সিইও অ্যান জাক্রাজুতাতিপ; তার স্থলাভিষিক্ত হন গুয়াতেমালার কূটনীতিক মারিও বুকারো।
বিশ্লেষকদের মতে, থাই ও মেক্সিকান মালিকানার সাংস্কৃতিক ও কৌশলগত ভিন্নতা থেকেই তৈরি হয়েছে দ্বন্দ্ব। দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা কমলেও টিকটক ও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্র্যান্ড হিসেবে নিজেদের নতুনভাবে প্রতিষ্ঠা করতে চায় মিস ইউনিভার্স।
ব্যাংককে এবার স্বাগতিক থাইল্যান্ডের প্রতিযোগী প্রাভিনার সিংহকে ফেভারিট ধরা হচ্ছে। তিনি জিতলে দেশটির তৃতীয় মিস ইউনিভার্স হবেন।
সমালোচনার মুখে থাকলেও অর্গানাইজেশনের সাবেক প্রেসিডেন্ট পলা শুগার্টের মত, ‘ক্ষমতায়নই মিস ইউনিভার্সের মূল মূল্যবোধ। প্রতিযোগীদের শক্তিশালী না করতে পারলে এই ব্র্যান্ডের অস্তিত্বই অর্থহীন।’
জে.এস/
খবরটি শেয়ার করুন