শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা *** আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’

আজ থেকে প্রকাশনা শুরু ইংরেজি দৈনিক ‘দ্য টাইমস অব বাংলাদেশের’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৯ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ ১লা সেপ্টেম্বর, সোমবার থেকে বর্ধিত কলেবরে নতুন রূপে প্রকাশিত হচ্ছে ইংরেজি দৈনিক ‘দ্য টাইমস অব বাংলাদেশ’। দেশি-বিদেশি সংবাদ প্রবাহ সম্পর্কে পত্রিকাটি উপহার দেবে এক নতুন দৃষ্টিভঙ্গি। ইংরেজি ভাষায় প্রকাশিত দৈনিকটি ‘উইনডো টু দ্য ওয়ার্ল্ড’ ট্যাগ লাইন পাঠকদের কাছে উপস্থাপনা করবে নতুন লোগোসহ।

এই সংবাদপত্রটি গুরুত্বপূর্ণ ঘটনার গভীর ও বিস্তৃত পরিস্থিতি নতুন দৃষ্টিভঙ্গিতে পরিবেশনায় প্রতিশ্রুতিবদ্ধ। দ্য টাইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক অম্লান দেওয়ান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সংবাদপত্রটির সংবাদ কার্যক্রম দ্য টাইমস অব বাংলাদেশের সম্পাদনা বোর্ড দ্বারা পরিচালিত হবে। এটি রাজনৈতিক, বাণিজ্যিক অথবা মালিকানার প্রভাবমুক্ত, যা প্রচলিত সংবাদমাধ্যমের চেয়ে ভিন্ন।  

‘দ্য টাইমস অব বাংলাদেশ’-এর সম্পাদনা পরিষদের সদস্য এম আবুল কালাম আজাদ বলেন, ‘এই সম্পাদকীয় স্বাধীনতা আমাদের নিজস্ব মিশনের এক অবিচ্ছেদ্য অংশ।’  

‘আমরা স্বচ্ছ, নীতিবান এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। কী প্রতিবেদন হবে, কীভাবে প্রতিবেদন উপস্থাপনা করা হবে এবং কখন এটি প্রকাশ করা হবে—সব বিষয়ই প্রভাবমুক্ত হয়ে পেশাদারত্বের দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়,’ যোগ করেন তিনি।

দৈনিকটির বিষয়বস্তু ব্যাপকভাবে বিস্তৃত। এর মধ্যে রয়েছে-- রাজনীতি, ব্যবসা, খেলা, স্বাস্থ্যসেবা, অপরাধ, প্রযুক্তি, বিনোদন এবং সংস্কৃতি, যা পাঠকদের জন্য গভীর বিশ্লেষণ এবং চিন্তার খোরাক জোগাবে। ব্রেকিং নিউজের পাশাপাশি, পাঠক ও দর্শকরা  মাল্টিমিডিয়া কনটেন্ট, যেমন ভিজ্যুয়াল স্টোরিটেলিং, টক শো এবং ইভেন্ট বিশ্লেষণও পাবেন, যা পাঠকদের সমৃদ্ধ করবে। 

সংবাদপত্রটি একই সঙ্গে মুদ্রিত ও অনলাইন সংস্করণে পাওয়া যাবে, যেখানে একটি ই-পেপার থাকছে, যা দৈনিক পত্রিকার মেজাজ ঠিক রেখে নিউজ পোর্টালের মাধ্যমে তথ্য ও ভিজ্যুয়াল কনটেন্ট উপহার দেবে। এই ডিজিটাল পরিবর্তন পাঠকদের যে কোনো সময় এবং যে কোনো জায়গা থেকে তাদের প্রিয় খবরের সঙ্গে সংযুক্ত রাখতে সহায়ক হবে।

একঝাঁক তরুণ সাংবাদিক নিরলস পরিশ্রম করে টাইমস অব বাংলাদেশকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করতে বদ্ধ পরিকর, যা পাঠকদের উপহার দেবে পূর্ণাঙ্গ মিডিয়া অভিজ্ঞতা।

গণমাধ্যম সাংবাদিকতা দ্য টাইমস অব বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250