বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’ *** মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে *** নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে *** ‘প্রধান উপদেষ্টা ব্যস্ত, তাই ৩৩২ নম্বর এআইকে পাঠিয়েছেন’ *** ‘একজন সাংবাদিক জেলখানায় আছে, অথচ কেউ কিছু লেখেননি’ *** রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন *** নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন *** সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো *** জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত *** পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮

উন্নয়নের বুলেট ট্রেন না পারলেও ৫ বছরে এক্সপ্রেস ট্রেন চালু করব: জামায়াত আমির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা এই ঘুণে ধরা বাংলাদেশ বদলাতে চাই। আমরা বিশ্বাস করি, পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে পারব না, কিন্তু এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারব।’

আজ শনিবার (২৭শে সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা না নৈতিক, না বৈষয়িক। কোনো মানের ধারেকাছেও নাই। এই শিক্ষাব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়। সময়ের অপচয় হয়। অর্থের অপচয় হয়। এই সময়, এই অর্থ, এই মেধা বিনিয়োগ করে প্রিয় দেশ আরও উন্নত সোনার মানুষ তৈরি করতে পারত। কিন্তু সেই পরিকল্পনাটাও নেই। কেন থাকবে ভাই? এই পরিকল্পনার দায়িত্বে যারা আছেন, তাদের সন্তানেরা তো এ দেশে লেখাপড়া করে না। তাদের সন্তানেরা এ দেশে লেখাপড়া করলে তখন তাদের মাথা থেকে জনকল্যাণমূলক, বাস্তবধর্মী, প্র্যাগমেটিক প্ল্যান ও পরিকল্পনা বের হয়ে আসত। তাদের কোনো দরদ নেই জাতির প্রতি।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বিদ্যমান শিক্ষাব্যবস্থা পরিবর্তনে তিনটি মৌলিক অঙ্গীকার তুলে ধরেন জামায়াতের এই নেতা।

তিনি বলেন, ‘প্রথম অঙ্গীকার, আমরা এই ভাঙাচোরা শিক্ষাব্যবস্থা রাখব না। যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে, মানুষকে করাপ্ট বানায়– আমরা সেই শিক্ষা দেব না। যে শিক্ষা প্রত্যেক মানুষকে সম্মান করতে শেখায়, মর্যাদা দিতে শেখায়, সেই শিক্ষাটাই আমাদের ছেলেমেয়েদের হাতে তুলে দেব।

‘এই শিক্ষার সাথে সর্বোচ্চ বৈষয়িক উৎকর্ষ শিক্ষাও থাকবে। নৈতিক আর বৈষয়িক–দুই শিক্ষার মহামিলন হবে। শিক্ষার পাঠ চুকিয়ে একটা ছেলে কিংবা মেয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে। সে বেকার থাকবে না। কোনো যুবক-যুবতী কাজের বাইরে থাকবে না।’

শফিকুর রহমান বলেন, ‘দ্বিতীয় অঙ্গীকার, শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারও মর্যাদা নির্ণয় করা হবে না। মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে। যারা এই সমাজকে মন উজাড় করে দেবেন, তারা সম্মানিত হবেন। আর আমাদের তৃতীয় অঙ্গীকার, আমরা দুর্নীতির জোয়াল কেটে দেব। যে যা পাবেন, তা দিয়ে সম্মানজনকভাবে চলবেন।’

এ সময় সংবাদমাধ্যম কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সাদাকে স্পষ্ট করে সাদাই বলবেন, কালোকে কালো বলবেন। সেই কালো আমি হলে, আমাকেও ছাড় দেবেন না। আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেব–সেটা আমাদের বিপক্ষে গেলেও।’

জে.এস/

জামায়াতে ইসলামী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250