শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

এনসিপির ব্যানারে অপকর্ম করছে আ.লীগ, পেছনে ওসি-এসপি: কায়কোবাদ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৯:১৮ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

কুমিল্লার মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বী নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার, ভুক্তভোগীর বাড়িতে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অপকর্ম করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্যানারে, যার পেছনে ওসি ও এসপি রয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস-চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘আমি যেমন এ মাটির সন্তান, আপনারাও (হিন্দু) তেমনি এ মাটির অধিকারী। ধর্মের ভিত্তিতে কাউকে হেনস্তা করার সুযোগ নেই।’

আজ মঙ্গলবার (১লা জুলাই) কুমিল্লার মুরাদনগরে সনাতন সম্প্রদায়ের এক নারীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার খোঁজ নিতে ও সমবেদনা জানাতে গিয়ে মোফাজ্জল হোসেন কায়কোবাদ এসব কথা বলেন।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, ‘হিন্দু-মুসলিম বিভেদ নয়, আমরা সবাই ভাই। বিএনপি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। অথচ আওয়ামীপন্থী কিছু ব্যক্তি বিএনপির নাম জড়িয়ে ষড়যন্ত্র করেছেন।'

তিনি দাবি করেন, 'প্রকৃতপক্ষে আসামিরা ছিলেন আওয়ামী লীগের কর্মী। মুরাদনগর থানার ওসি, কিছু তথাকথিত সাংবাদিক ও যুবলীগ নেতার সহযোগিতায় বিএনপির নামে অপপ্রচার চালানো হয়েছে।’

কায়কোবাদ বলেন, ‘৫ই আগস্টের পর ফ্যাসিবাদী আওয়ামী সরকার পতনের সময় যারা পালিয়েছিলেন, তাদের আবার এনসিপির ব্যানারে পুনর্বাসন করা হয়েছে। বর্তমানে তারা এনসিপির নাম ব্যবহার করে অপকর্ম করছেন, যার পেছনে মুরাদনগর থানার ওসি ও কুমিল্লার এসপি রয়েছেন।’

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে কাজী কায়কোবাদ বলেন, ‘এ ঘটনার বিচার হবেই হবে। কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সেটাও নিশ্চিত করতে হবে। নারীদের সম্মান করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন