বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পশ্চিমবঙ্গে একই দিনে উল্টোরথ ও মহররম, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তৎপরতা *** আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত রাজনৈতিক দলগুলো *** এক মিনিট ইন্টারনেট বন্ধের পরিকল্পনা অবশেষে বাদ *** আবার আলোচনায় মুরাদনগর, এবার মা-ছেলেসহ ৩ জনকে... *** আশুরা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা, কোনো ঝুঁকি নেই: ডিএমপি *** বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন *** বেশি সন্তান নারীর মানসিক স্বাস্থ্যের জন্য ভালো: গবেষণা *** ভারতে আবার বন্ধ পাকিস্তানিদের ইউটিউব চ্যানেল *** জুনে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি, জুলাইয়ে কতটা হবে *** আমেরিকার সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

এনসিপির ব্যানারে অপকর্ম করছে আ.লীগ, পেছনে ওসি-এসপি: কায়কোবাদ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৯:১৮ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

কুমিল্লার মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বী নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার, ভুক্তভোগীর বাড়িতে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অপকর্ম করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্যানারে, যার পেছনে ওসি ও এসপি রয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস-চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘আমি যেমন এ মাটির সন্তান, আপনারাও (হিন্দু) তেমনি এ মাটির অধিকারী। ধর্মের ভিত্তিতে কাউকে হেনস্তা করার সুযোগ নেই।’

আজ মঙ্গলবার (১লা জুলাই) কুমিল্লার মুরাদনগরে সনাতন সম্প্রদায়ের এক নারীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার খোঁজ নিতে ও সমবেদনা জানাতে গিয়ে মোফাজ্জল হোসেন কায়কোবাদ এসব কথা বলেন।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, ‘হিন্দু-মুসলিম বিভেদ নয়, আমরা সবাই ভাই। বিএনপি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। অথচ আওয়ামীপন্থী কিছু ব্যক্তি বিএনপির নাম জড়িয়ে ষড়যন্ত্র করেছেন।'

তিনি দাবি করেন, 'প্রকৃতপক্ষে আসামিরা ছিলেন আওয়ামী লীগের কর্মী। মুরাদনগর থানার ওসি, কিছু তথাকথিত সাংবাদিক ও যুবলীগ নেতার সহযোগিতায় বিএনপির নামে অপপ্রচার চালানো হয়েছে।’

কায়কোবাদ বলেন, ‘৫ই আগস্টের পর ফ্যাসিবাদী আওয়ামী সরকার পতনের সময় যারা পালিয়েছিলেন, তাদের আবার এনসিপির ব্যানারে পুনর্বাসন করা হয়েছে। বর্তমানে তারা এনসিপির নাম ব্যবহার করে অপকর্ম করছেন, যার পেছনে মুরাদনগর থানার ওসি ও কুমিল্লার এসপি রয়েছেন।’

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে কাজী কায়কোবাদ বলেন, ‘এ ঘটনার বিচার হবেই হবে। কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সেটাও নিশ্চিত করতে হবে। নারীদের সম্মান করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন