রবিবার, ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এ্যাক্রেডিটেশন বোর্ড ও বিটিএফ প্রকল্প প্রতিনিধিদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড এবং ইউএসডিএ বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্প প্রতিনিধিদের মধ্যে এক মতবিনিময় সভা মঙ্গলবার (২৫শে জুন) রাজধানীর মতিঝিলে শিল্প ভবনস্থ বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড এর পক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক মুঃ আনোয়ারুল আলম এবং ইউএসডিএ বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পের পরিচালক মাইকেল জে পার ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সভায় বিএবি’র বিদ্যমান এ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার অটোমেশন, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম, এ্যাক্রেডিটেশনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, অধিক সংখ্যক কৃষিপণ্য পরীক্ষাগারকে এ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিএবি’র মহাপরিচালক বলেন, নিরাপদ এবং গুণগত মানসম্পন্ন খাদ্য ও কৃষিপণ্য উৎপাদন এবং সরবরাহ শৃঙ্খলের প্রতি পর্যায়ে মান নিশ্চিতকরণের লক্ষ্যে বিএবি কাজ করছে। তিনি আন্তর্জাতিক বাণিজ্যে কারিগরি বাধা অপসারণে এ্যাক্রেডিটেশনের ভূমিকা তুলে ধরেন।

আরো পড়ুন : মানবপাচারের শিকার হওয়া নয়ন পেলেন আমেরিকার টিআইপি হিরো অ্যাওয়ার্ড

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের পরীক্ষাগার উন্নয়ন ব্যবস্থাপক আবু সালেহ মুহাম্মদ সাইফুল্লাহ। 

উল্লেখ্য, পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পটি যুক্তরাষ্ট্র সরকারের কৃষি বিষয়ক সংস্থা ইউএসডিএ এর অর্থায়নে বাংলাদেশে পরিচালিত হচ্ছে। দেশের কৃষিজাত পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে নীতিকাঠামো সংস্কারকরণ, কার্যোপকরণ সরবরাহ, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের মাধ্যমে পরিচালন সক্ষমতা অর্জনের লক্ষ্যে দেশে বিদ্যমান কৃষিজাত পণ্য পরীক্ষাগারের মান ব্যবস্থাপনা এবং পরীক্ষণ প্রক্রিয়ার উন্নয়ন এ প্রকল্পের অন্যতম উন্নয়ন লক্ষ্য।

এন/এস/ আই.কে.জে/

এ্যাক্রেডিটেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন