ছবি: সংগৃহীত
বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে মার্গো রবিকে ‘বার্বি’ সিনেমাটি। এর আগেও একাধিক জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে। সেগুলোর একটি ‘দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট’। এ ছবিতে নগ্নরূপে ধরা দিয়েছিলেন রবি। এবার সে দৃশ্য নিয়ে মুখ খুললেন।
পুরোপুরি নগ্ন হওয়ার আইডিয়াও পরিচালক স্করসেজির নয় উল্লেখ করে মার্গো রবি বলেন, ‘স্করসেজি আমাকে একটা তোয়ালে জড়িয়ে নিতে বলেছিলেন। তবে দৃশ্যটির জন্য অন্য কিছু করা প্রয়োজন ছিল।’
আরও পড়ুন: জুলাই আন্দোলনকে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত : মাহফুজ আলম
দৃশ্যটি শুটিংয়ের আগে নিজের কাঁধেই পুরো দায়িত্ব নিয়েছিলেন রবি। চিত্রনাট্যে ছিল দৃশ্যটির শেষে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত চরিত্রটি তাকে চুম্বন করবেন। তবে রবি ঠিক করেন, তিনি তাকে (ডিক্যাপ্রিও) চড় মারবেন। সম্প্রতি চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন রবি।
২০১৩ সালে মুক্তি পায় ‘দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট’। ছবিটি পরিচালনা করেন মার্টিন স্করসেজি। ব্যবসায়িক সাফল্যের সঙ্গে সমালোচকদের বেশ প্রশংসা পেয়েছিল ছবিটি।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন