বুধবার, ৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের *** ‘সেফ এক্সিটের তালিকার শীর্ষে কোন উপদেষ্টারা’ *** শহিদুল আলমের প্রতি সহমর্মিতা প্রেস সচিব শফিকুল আলমের *** উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায়, সেটি নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে: রিজওয়ানা হাসান *** পুলিশের ওপর হামলার ঘটনা কিছুটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** শহিদুল আলমকে ‘অপহরণ’ করেছে দখলদার ইসরায়েল

তার কোনো স্পর্শ আমার ব্যাড টাচ মনে হয়নি : শ্রীলেখা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সম্প্রতি ভারতের সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে নারী সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগে সেই নারী সাংবাদিক বলেন, সাক্ষাৎকারের সময় সিপিএম নেতা তন্ময় তার কোলে বসে পড়েন। পরে তিনি ফেসবুক লাইভে এসে পুরো বিষয়টি জানান। এর পরেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে এই ঘটনায়।

এই ঘটনায় সরব হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতী শ্রীলেখা মিত্র। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, ‘তন্ময় দা সবার সামনেই হাসি ইয়ার্কি ঠাট্টা করেন। মজা করেন। চিরতরুণ একটা হাবভাব আছে তার মধ্যে। ফলে সেই দিক দিয়ে দেখলে তন্ময় দা’র কাছে কোনও মেয়ের গায়ে হাত দিয়ে কথা বলা কোনও আহামরি ব্যাপার না। আমি কখনও ওকে কোলে বসতে দেখিনি। দেখা হলে খুব সাধারণভাবেই কেমন আছ বলে জড়িয়ে ধরেন। আমাদের কাছে এটা জলভাত ব্যাপার। উনি আমার কাছে ফেলো কমরেড। তার কোনও স্পর্শ আমার ব্যাড টাচ মনে হয়নি।’

তিনি আরও বলেন, ‘তবে তন্ময়দা’র ইয়ার্কির পাত্রী মেয়েটা হতে পারে না। আর মেয়েটা বারণ করলে তো ইয়েস মিনস ইয়েস, নো মিনস নো চলে আসছে। মেয়েটাকে আমি চিনি। আমার সাক্ষাৎকার নিয়েছিল, ভালো লেগেছিল। মেয়েটা যা বলেছে সেটা উড়িয়ে দেওয়ার মতো নয়। আসলে সব ঘটনার দুটো দিক থাকে। এই বিষয়টা আমি না পারছি সম্পূর্ণ গ্রহণ করতে, না পারছি এড়িয়ে যেতে।’

প্রসঙ্গত, সাংবাদিককে হেনস্থার অভিযোগের ভিত্তিতে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়েছে দল। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলন করে জানান, বর্ষীয়ান নেতা শাস্তির মুখে পড়বেন।

ওআ/ আই.কে.জে/

শ্রীলেখা মিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250