ছবি: সংগৃহীত
দেশে ‘ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন’ ও ‘ইসলামি খেলাফত’ নিয়ে আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের করা মন্তব্যকে ঘিরে সংবাদপত্র থেকে শুরু করে টেলিভিশনের টকশো হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
সোমবার (১৭ই মার্চ) সন্ধ্যায় ওই মন্তব্য প্রকাশের পর রাতেই এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। তিনদিনের ভারত সফরে এসে দেশটির বেসরকারি চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বাংলাদেশকে নিয়ে করা সঞ্চালক বিষ্ণু সোমের এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন।
আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির মনে করেন, ‘অসম্পূর্ণ তথ্যের কারণে তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে ওই মন্তব্য করেছেন। তিনি বাংলাদেশের বাস্তব অবস্থা সম্পর্কে যথাযথভাবে হয়তো অবহিত নন। সে কারণে তিনি এ মন্তব্য করেছেন।’
হুমায়ুন কবির বলেন, ‘কাজেই তুলসী গ্যাবার্ডকে যদি আমরা বাংলাদেশের বর্তমান অবস্থাটা জানাতে পারি, তাহলে আমি মনে করি, তিনি যেটা মনে করছেন, সেটা হয়তো তার পরিবর্তনের সুযোগ রয়েছে। গ্যাবার্ড আমেরিকার সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বলে তার বক্তব্যকে কম গুরুত্ব দিয়ে দেখার অবকাশ নেই। আমার ধারণা, সেজন্যই বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তার বক্তব্যের একটা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের বিবৃতির বাইরে বাংলাদেশের আর কোনো কিছু করার প্রয়োজন নেই। তুলসী গ্যাবার্ড তার সাক্ষাৎকারে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের দায়িত্ব নেওয়া সদস্যদের কথাবার্তা কেবল শুরু হয়েছে। এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমান বাস্তব অবস্থা তুলে ধরলে তুলসী গ্যাবার্ডের অবস্থানের পরিবর্তন হতে পারে।’
বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থানে গ্যাবার্ডের মন্তব্য দেশটির অতীতের রেকর্ডকে অনুসরণ করে না বলে জানান সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তিনি বলেন, ‘গত ১০ বছরে বাংলাদেশ যেভাবে জঙ্গি কর্মকাণ্ড ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে, এই তথ্য-উপাত্তের সঙ্গে আমেরিকার গোয়েন্দা প্রধানের বক্তব্য যে মেলে না, সেটা জোরালোভাবে তুলে ধরা উচিত।’
তিনি বলেন, ‘তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে একটা দেশের নীতি বলা যাবে না। একটা বক্তব্য তো একটা নীতি হয় না, একটা বক্তব্য একটা অবস্থান হতে পারে। কাজেই সেই অবস্থান যে বাস্তব ও বস্তুনিষ্ঠ নয়, সেটা আমাদের তুলে ধরতে হবে।’
এইচ.এস/
খবরটি শেয়ার করুন