শনিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত *** সরকারের সুস্পষ্ট আশ্বাস ছাড়া আন্দোলন চালিয়ে যাবেন চাকরিপ্রত্যাশীরা *** খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার প্রস্তুতি চলছে *** সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা *** আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরবেন আজ *** এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য সংশোধিত নির্দেশনা *** চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ *** আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা *** রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা আরও দৃশ্যমান হবে : অর্থ উপদেষ্টা *** পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক ৫

সংঘাতের বিপক্ষে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান সম্প্রীতি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৪

#

ছবি : সুখবর ডটকম

ঢাকার সিরডাপ মিলনায়তনে শনিবার (৩রা আগস্ট) আয়োজিত এক মতবিনিময় সভায় সম্প্রীতি বাংলাদেশের নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পারস্পরিক সংলাপের মধ্যেই নিহিত আছে জাতীয় সংকটের সমাধান। সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজকর্মী এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানরা।

সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব প্রফেসর ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। 

দেশের বিদ্যমান পরিস্থিতিতে শান্তি ও সম্প্রীতির চিরায়ত পথে বিশ্বস্ত থেকে পারস্পরিক আলোচনা ও সংলাপকেই সংকট সমাধানের অন্যতম মাধ্যম হিসেবে চিহ্নিত করে নিজ নিজ ধর্মের দর্শন তুলে ধরে বক্তৃতা করেন ধর্মীয় নেতৃবৃন্দ।

আলোচনায় আরো অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), ড. চন্দ্রনাথ পোদ্দার, জেষ্ঠ সাংবাদিক ও কবি মুস্তাফিজ শফি, মেজর আজিজুর রহমান (অব.), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেষ্ঠ সাংবাদিক বাসুদেব ধর, খ্রিস্টান ধর্মীয় নেতা রেভারেন্ড মার্টিন অধিকারী, ডা. ইউসুফ রাজ, বৌদ্ধ ধর্মীয় নেতা বুদ্ধানন্দ মহাথেরো, নাট্যকর্মী ও নির্মাতা সাইফ উদ্দিন আহম্মেদ।

চলমান ছাত্র আন্দোলন এবং সরকার বিরোধী সন্ত্রাসী কর্মকান্ডে নিহতদের প্রতি অনুষ্ঠানে শোক প্রকাশ করা হয়। আহতদের সুচিকিৎসা এবং নিরীহ মানুষকে গ্রেফতার করে অহেতুক হয়রানির বিরুদ্ধেও আলোচকবৃন্দ কথা বলেন। গ্রেফতারকৃতদের ব্যাপারে প্রকৃত ও যৌক্তিক তথ্য পেশ করা এবং ‘গ্রেফতার বাণিজ্য’ বন্ধের আহ্বান জানায় সম্প্রীতি বাংলাদেশ। 

জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে জনগণের স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত করার বিষয়ে ছাত্রদের সম্পৃক্ততা নেই বলে ধারণা করেন আলোচকবৃন্দ। তাছাড়া জেলখানা ভেঙে জঙ্গীসহ শত শত কয়েদিদের মুক্ত করা এবং অস্ত্র লুটের সাথে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের কোনো সম্পৃক্ততা থাকতে পারে না বলেও আলোচকবৃন্দ মত প্রকাশ করেন। 

দেশে এবং বিদেশে গুজব প্রচারকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করা এবং সত্য তথ্য তুলে ধরে নিরপেক্ষ সাংবাদিককতা চর্চা করার ব্যাপারে মত প্রকাশ করে সম্প্রীতি বাংলাদেশ। আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির ব্যাপারে মুক্ত কন্ঠে কথা বলেন আলোচকবৃন্দ। উদ্ভূত পরিস্থিতির জন্য রাজনৈতিক ক্ষেত্রের ব্যর্থতা এবং ভবিষ্যতে জনমুখী রাজনীতি চর্চার ব্যাপারেও মত প্রকাশ করে সম্প্রীতি বাংলাদেশ।

আই.কে.জে/


সম্প্রীতি বাংলাদেশ

খবরটি শেয়ার করুন