শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এবার দেশেই তৈরি হবে বিআরটিসির বাস, কমবে খরচ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৫ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এবার দেশেই তৈরি হবে বিআরটিসির বাস। এতে আমদানি-নির্ভরতা কমবে এবং সময় ও ব্যয় সাশ্রয় হবে বলে জানিয়েছে সংস্থাটি। দেশের বাইরে থেকে কেবল চেসিস (বাসের কাঠামো) কিনে এনে নিজস্ব জনবল ও দক্ষতায় সম্পূর্ণ বাস দেশেই তৈরি করা হবে। এতে একটি বাস তৈরিতে খরচ হবে প্রায় ৯০ লাখ টাকা এবং সময় লাগবে দেড় মাসের মতো।

অন্যদিকে, বিদেশ থেকে একটি দ্বিতল পূর্ণাঙ্গ বাস আমদানিতে ব্যয় হয় ১ কোটি টাকার ওপরে এবং নতুন গাড়ি আনতে অপেক্ষা করতে হয় তিন থেকে পাঁচ বছর।

বিআরটিসি সূত্র বলছে, ইতোমধ্যে দেশে বাস তৈরিতে খরচ কেমন হবে— সে বিষয়ে জানানো হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে। এই খরচের মধ্যে উল্লেখ করা হয়েছে, কোন কোম্পানির চেসিস ভালো হবে এবং কোনটির দাম কত পড়বে। এছাড়া অন্যান্য যন্ত্রাংশের খরচও জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভারত থেকে আমদানি করা একটি চেসিসের দাম প্রায় ৪০ লাখ টাকার ওপরে। এছাড়া জাপানের হিনো কোম্পানির মাঝারি ক্ষমতাসম্পন্ন চেচিসের দাম ৩৫ থেকে ৪৫ লাখ টাকা।

বিআরটিসির কারিগরি ও অপারেশন শাখার পরিচালক কর্নেল মো. মোবারক হোসেন মজুমদার গণমাধ্যমকে বলেন, বর্তমানে বিদেশ থেকে বাস আমদানি করতে গেলে তিন থেকে পাঁচ বছর সময় লাগে। এতে সময় ও অর্থ বেশি লাগে। তাই দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব কারখানায় বাস তৈরির পরিকল্পনা করেছি। বিআরটিসির লভ্যাংশের টাকা থেকে এসব বাস নির্মাণ করা হবে।

আই.কে.জে/

বিআরটিসির বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন