শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

চাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে: উপাচার্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরির পূর্বক্ষেত্র ও রিহার্সাল হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার। আজ বুধবার (১৫ই অক্টোবর) সকালে ভোট শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের আইটি বিল্ডিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য বলেন, ‘চাকসু নির্বাচন যদি নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, তাহলে আপনাদের সম্মান বাড়বে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান বাড়বে, শিক্ষার্থীদের সম্মান বাড়বে।’

উপাচার্য বলেন, ‘ভালো নির্বাচনের প্রধান যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে, অনুকূল পরিবেশ থাকতে হবে। এনভায়রনমেন্ট থাকতে হবে। যুদ্ধের মধ্যে নির্বাচন হয় না। সন্ত্রাসের মধ্যে নির্বাচন হয় না। সেই অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে কারা? আমাদের শিক্ষার্থীরা। এই কৃতিত্ব তাদের। আমরা শুধু সহযোগিতা করেছি।’

উপাচার্য বলেন, ‘ছাত্রছাত্রীদের নির্বাচন এটা। শিক্ষার্থীদের নির্বাচন। তারা চাইছে এই নির্বাচন। এ জন্য এই নির্বাচন সুন্দর করার দায়িত্ব তাদের। সেই দায়িত্ব তারা পালন করেছে। সে জন্য আমি শিক্ষার্থীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আপনারা জানেন, নির্বাচনের ক্যাম্পেইনের সময় নানা ত্রুটিবিচ্যুতি হয়, হাতাহাতি হয়। কিন্তু আমি ছাত্রদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আমাদের যে ক্যাম্পেইন পিরিয়ড ছিল, চমৎকারভাবে তারা প্রচারণা চালিয়েছে।’

প্রসঙ্গত, ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় আজ বুধবার শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আজ সকাল সাড়ে ৯টায় ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে।

জে.এস/

চাকসু নির্বাচন ২০২৫

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250