সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাবের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪১ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (৭ই জুলাই) র‌্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

সোমবার (৮ই জুলাই) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ.ন. ম. ইমরান খান গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।

এতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। তিনি সাবেক গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলামের স্থালভিষিক্ত হলেন। ওই প্রজ্ঞাপনে, কমান্ডার আরাফাত ইসলামকে র‌্যাব-৮ এর অধিনায়ক করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে র‌্যাব সদর অপস্ শাখার পরিচালক, র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র‌্যাব-৩ এর অধিনায়ক এবং র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীরকে র‌্যাব-৫ এর অধিনায়ক করা হয়েছে।

ওআ/

র‌্যাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন