শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচন সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে: প্রধান উপদেষ্টা *** গত ১৫ বছর বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনের আহ্বান: আইএসপিআর *** জাকসুর ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু *** গাঁজা উৎপাদন কেন্দ্রকে তীব্র গন্ধ নিয়ন্ত্রণের নির্দেশ *** ভোটের আগে ইসির ৬১ কর্মকর্তার রদবদল *** ৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ *** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন

দুর্ঘটনায় পড়ার আগেই চালককে সংকেত দেবে স্কুটার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রতিদিন বাইকে কর্মস্থলে যাওয়া আসা করেন অনেকে। আবার যে কোনো জায়গায় ঘুরতে গেলেও সফরসঙ্গী হচ্ছে আপনার শখের বাইকটি। পাহাড় কিংবা সমুদ্র যেখানে খুশি ছুটে যাচ্ছেন বাইকটিকে সঙ্গে নিয়ে। এত ছুটোছুটিতে অসাবধানতা কিংবা রাস্তা খারাপের জন্য দুর্ঘটনায় পড়তে হয়।

এখন স্কুটার এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে গেলে আগেই চালককে সংকেত পাঠাবে। ফলে চালক বুঝতে পারবেন সামনে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তখন তিনি সাবধান হয়ে যাবেন। এমনই সেন্সর যুক্ত করেছে অ্যাথার এনার্জি তাদের নতুন একটি স্কুটারে।

আরো পড়ুন : ফোনে বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করবে গুগল ক্রোম

অ্যাথার এনার্জি সংস্থা সম্প্রতি তাদের একটি স্কুটারে নতুন সেফটি ফিচার্স সংযুক্ত করেছেন। পিচ্ছিল রাস্তায় গাড়ি যাতে পিছলে না যায়, রাস্তায় উলটে না পড়ে যায় তার জন্য এই বৈদ্যুতিক স্কুটার নির্মাতা সংস্থা জুড়ে দিয়েছেন অ্যাডভান্সড রাইডার অ্যাসিস্ট্যান্স সিস্টেম। এর ফলে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আরও এক স্তর বাড়তি নিরাপত্তা পাওয়া যাবে এই স্কুটারে।

এআরএএস ফিচার্সের মধ্যে রয়েছে স্কিড কনট্রোল ও ফল সেফ ফিচার্স। এই স্কিড কনট্রোল ফিচার্সের মধ্যে রাখা হয়েছে ট্রাকশান কনট্রোলের সুবিধা যা কি না এই স্কুটারের মোটরে টর্ক সরবরাহ করে। এই ফিচার্সের মাধ্যমে স্বতঃপ্রণোদিতভাবে স্কুটারের গতিবেগ কমে আসে, চাকার ট্রাকশান কমে আসে। রাস্তায় যদি স্কুটারের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, স্কুটারের গতিবেগ আপনা থেকেই কমে আসবে।

এর ফলে জলাবদ্ধ কোনো জায়গায়, পাহাড়ি রাস্তায় গাড়ি সুরক্ষিতভাবে চালাতে সাহায্য করবে এই ফিচার্স। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই বছরের শুরুতেই স্কুটারে এই নতুন সেফটি ফিচার্সের পরীক্ষা করা হয়ে গিয়েছে। খুব শিগগির এই স্কুটার বাজারে আসতে চলেছে।

সূত্র: এবিপি নিউজ

এস/কেবি

স্কুটার অ্যাথার এনার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন