রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

আমেরিকায় রোববার থেকে টিকটক বন্ধ হয়ে যেতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামীকাল রোববার থেকে আমেরিকায় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ হয়ে যেতে পারে। এমন সতর্ক করেছে কোম্পানিটি। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন সরকার যদি তৎপর না হয়, এই অ্যাপ বন্ধ হয়ে যাবে।

শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হলে বাইডেন প্রশাসন কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে না বলে আশ্বাস দিতে হবে। না হলে রোববার থেকে টিকটক বন্ধ হয়ে যাবে।

শনিবার (১৮ই জানুয়ারি) প্রচারিত বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, এমন পরিস্থিতি তৈরি হয়েছে আমেরিকায় চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার একটি আইন গতকাল সুপ্রিম কোর্টেও বহাল রাখায় বাইটড্যান্স এবং কিছুসংখ্যক ব্যবহারকারী আইনটিকে চ্যালেঞ্জ করেছিল। তবে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেন। ওই আইন অনুযায়ী, আমেরিকায় ১৯শে  জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না করলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। শুক্রবার সুপ্রিম কোর্টের ৯ জন বিচারপতি সর্বসম্মতিক্রমে আইনটি বহাল রাখার আদেশ দেন। 

এমন অবস্থায় টিকটক এবং আমেরিকার ১৭ কোটি গ্রাহক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের হাতে এখন তাদের ভাগ্য নির্ভর করছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে টিকটক চালু রাখবেন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী সোমবার, ২০শে জানুয়ারি। কিন্তু এর আগের দিন রোববার থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তবে টিকটক নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটির বিরুদ্ধে আমেরিকার  অভিযোগ হলো, প্রতিষ্ঠানটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।

হোয়াইট হাউস ছাড়ার আগের দিন থেকে কার্যকর হতে যাওয়া সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন না বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর বদলে সিদ্ধান্ত পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। তাই টিকটক নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ডোনাল্ড ট্রাম্প। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার এমন তথ্য প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।

শান্তনু/কেবি

টিকটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250