ছবি: সংগৃহীত
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই চাঙ্গা হয়ে ওঠে প্রবাসী আয়ের গতিপথ। টানা ছয় মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসে দেশে। প্রবাসী আয়ের ইতিবাচক প্রবাহ অব্যাহত রয়েছে চলতি ফেব্রুয়ারি মাসেও।
মাসটির প্রথম ১৫ দিনে ১৩১ কোটি ২২ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। দেশিয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ১৬ হাজার ৯ কোটি টাকা।
রোববার (১৬ই ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩১ কোটি ২২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ডলার।
এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৫ কোটি ৩৯ লাখ ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ৯ থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ৬৪ কোটি ১২ লাখ ৭০ হাজার ডলার। ২ থেকে ৮ই ফেব্রুয়ারি দেশে রেমিট্যান্স এসেছে ৬৫ কোটি ২৩ লাখ ২০ হাজার ডলার। আর ১লা ফেব্রুয়ারি রেমিট্যান্স এসেছে ১ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার।
এদিকে, সদ্যবিদায়ী জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।
হা.শা./কেবি