ছবি : সংগৃহীত
সন্তান বড় হয়ে কী পড়বে, কোন পেশায় যুক্ত হবে, এক সময় এসব সিদ্ধান্ত চাপিয়ে দিতেন মা-বাবা কিংবা পরিবারের সদস্যরা। এখনো সেই চল আছে। তবে সময় বদলেছে। শিক্ষার্থীরা এখন নিজের পছন্দ, আগ্রহকে গুরুত্ব দিয়ে বিষয় বেছে নিতে চান। পছন্দ-আগ্রহ, এসবের পাশাপাশি আর কী কী মাথায় রাখা দরকার?
কোন বিশ্ববিদ্যালয়, কোন বিষয়
ভালো বিষয়ে পড়তে দরকার ভালো পরিবেশ। এ জন্য পছন্দসই বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নেওয়া গুরুত্বপূর্ণ। তাছাড়া বেশির ভাগ বিশ্ববিদ্যালয় এখন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়। ফলে ভর্তি-ইচ্ছুকদের বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং বিষয় নির্বাচন, দুটির মধ্য দিয়েই যেতে হয়। দুটোকেই সমান প্রাধান্য দেওয়া উচিত। দুইয়ের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে।
আরো পড়ুন : বিয়ের আগে মেডিকেল টেস্ট করবেন কেন?
ধরুন, অল্প পরিচিতি কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি পছন্দের বিষয়ে সুযোগ পেয়ে গেলেন। আবার দেখা গেলো পছন্দের কোনো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলেন অল্প পরিচিত কোনো বিষয়ে। কোনটা বেছে নেবেন? এসব ক্ষেত্রে নিজের আগ্রহকে গুরুত্ব দিতে পারেন।
কোথায় আমার আনন্দ
বলা হয়, আনন্দ নিয়ে করলে কাজকে কখনোই ‘কাজ’ মনে হয় না। বিষয় নির্বাচনের সময়ও এই তত্ত্ব মাথায় রাখতে পারেন।
পড়তে পারেন সৃজনশীল বিষয়ে
ইদানীং সৃজনশীল নানা বিষয়ের প্রতিও শিক্ষার্থীরা আগ্রহী হচ্ছেন। চারুকলা থেকে শুরু করে ফ্যাশন ডিজাইন কিংবা ফটোগ্রাফি নিয়েও অনেকে পড়তে চান। কিন্তু অনেক ক্ষেত্রেই মা-বাবা কিংবা সমাজ এ ধরনের বিষয়ে ঠিক ‘ভরসা’ পান না।
এস/কেবি