সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

হৃতিক-দীপিকার সিনেমা যে কারণে পাঁচ দেশে নিষিদ্ধ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ২৫শে জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে বলিউডের জনপ্রিয় দুই তারকা হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘ফাইটার’। কিন্তু তার আগেই পাঁচ দেশে নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটি।

‘ফাইটার’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি মুক্তির দুদিন আগে গলফ করপোরেশন কাউন্সিল ভুক্ত পাঁচটি দেশে নিষিদ্ধ করা হয়েছে হৃতিক-দীপিকার এই সিনেমাটি। 

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, গলফ করপোরেশন কাউন্সিলের (জিসিসি) অধিভুক্ত দেশে মুক্তি পাবে না ‘ফাইটার’। গত ১০ই জানুয়ারি জিসিসির সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় সিনেমাটি।

গত ২৩শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জানায়, সংযুক্ত আরব আমিরাত ব্যতীত গলফের অন্য কোনো দেশে মুক্তি পাবে না হৃতিক-দীপিকার ফাইটার।

বিষয়টি নিয়ে এক প্রতিবেদনে জানানো হয়, ঠিক কি কারণে এসব দেশে ‘ফাইটার’ নিষিদ্ধ করা হয়েছে, তার সঠিক ব্যাখ্যা এখনও জানা যায়নি। তবে সিনেমাটিতে এমন কিছু রয়েছে যেটা নিয়ে সেন্সর বোর্ড আপত্তি জানিয়েছে। পাঁচটি দেশে নিষিদ্ধ হওয়ায় ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে সিনেমাটি।

আরো পড়ুন: ছেলের জন্য কুমার বিশ্বজিতের গান

ছয়টি দেশ নিয়ে গঠিত হয়েছে গলফ করপোরেশন কাউন্সিল (জিসিসি)। দেশগুলো হলো— কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান।

মূলত পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোট শহরের আশেপাশে ভারতীয় সশস্ত্র বাহিনী দ্বারা করা বালাকোট বিমান হামলাকে ঘিরে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি।

অ্যাকশন ঘরানার বড় বাজেটের এই সিনেমায় হৃতিক-দীপিকা ছাড়া আরও অভিনয় করছেন— অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ।

সূত্র : পিঙ্কভিলা

এসি/ আই.কে.জে


দীপিকা হৃতিক

খবরটি শেয়ার করুন