শুক্রবার, ৩১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক ক্রিকেটার আজহারউদ্দিন *** ভারতে আরএসএস নিষিদ্ধের দাবি জানালেন কংগ্রেস সভাপতি খাড়গে *** নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে: ইসি *** হিন্দুদের ভাগ্যোন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার: গোলাম পরওয়ার *** ১০ মাসে ঢাকায় ঝটিকা মিছিল থেকে অন্তত ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার *** এনসিপির জন্য শাপলার কলি প্রস্তাব করেছিলেন রাশেদ খান! *** বিএনপি অন্যায়ভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে: তাহের *** গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই হোক, নির্বাচন ১৫ই ফেব্রুয়ারির আগে: শফিকুল আলম *** অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: মির্জা ফখরুল *** জাকির নায়েককে দিল্লির হাতে তুলে দেবে ঢাকা, প্রত্যাশা ভারতের

প্যান্ট ছাড়াই আদালতে হাজির পুলিশ অফিসার, হতবাক বিচারক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটের একজন পুলিশ অফিসার প্যান্ট ছাড়াই জুম আদালতের শুনানিতে হাজির হলে হতবাক হয়ে যান বিচারক। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনটিতে বলা হয়, ম্যাথু জ্যাকসন নামের ওই অফিসার ২৭শে অক্টোবর কোমরের নিচে শুধু অন্তর্বাস পরে আদালতে উপস্থিত হন। ৩৬তম ডিস্ট্রিক্ট কোর্টে বেপরোয়া গাড়ি চালানো এবং জনসমক্ষে মদ্যপানের অভিযোগে অভিযুক্ত এক নারীর শুনানির সময় এই ঘটনা ঘটে।

আদালতের ভিডিওতে দেখা যায়, জ্যাকসন তার পুলিশ পোশাকের শার্ট ও ব্যাজ পরে আছেন, কিন্তু প্যান্টের বদলে শুধু অন্তর্বাস পরে ছিলেন। অফিসারের পোশাকে হতভম্ব বিচারক শন পারকিন্স কিছুটা জড়িয়ে গিয়ে প্রশ্ন করেন, ‘আপনার কি প্যান্ট পরা আছে, অফিসার?’ জ্যাকসন উত্তর দেন, ‘না, স্যার,’ এবং তার শরীরের নিচের অর্ধেক লুকানোর জন্য ফোনটি সরিয়ে নেন।

ডেট্রয়েট পুলিশ ডিপার্টমেন্ট ম্যাথু জ্যাকসনের এভাবে আদালতে উপস্থিত হওয়ার জন্য ক্ষমা চেয়েছে। তারা জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে এবং অফিসারদের সঠিক আদালতের রীতিনীতি ও পোশাক সম্পর্কে সতর্ক করবে।

ডেট্রয়েট পুলিশ প্রধান টড বেটিসন এক বিবৃতিতে বলেন, ‘ডেট্রয়েট পুলিশ ডিপার্টমেন্টের অফিসারদের আদালতের কার্যক্রমে উপস্থিত থাকার সময় মর্যাদাপূর্ণ ও পেশাদার উপায়ে নিজেদের উপস্থাপন করা প্রয়োজন। সংশ্লিষ্ট অফিসারের কার্যকলাপ এই বিভাগের পেশাদারত্বের প্রতিনিধিত্ব করে না এবং জনসাধারণের আস্থা এবং এই বিভাগের কার্যকর কার্যক্রম বজায় রাখার জন্য যথাযথভাবে এর সমাধান করা হবে। আমরা এতদ্বারা আদালতের বিচারক ও কর্মীদের পাশাপাশি এই ঘটনার সময় উপস্থিত থাকা অন্য যেকোনো ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

৩৬তম ডিস্ট্রিক্ট কোর্টের একজন সহকর্মী বিচারক ঘটনার পরে বিচারক পারকিন্সের সঙ্গে কথা বলেন। তিনি তার বিস্ময় প্রকাশ করেন এবং উল্লেখ করেন, অফিসার জ্যাকসন এমন একজন যাকে পারকিন্স ব্যক্তিগতভাবে চেনেন।

জানা গেছে, পারকিন্স জ্যাকসনকে সাধারণত একজন পেশাদার এবং শ্রদ্ধাশীল অফিসার হিসেবে বর্ণনা করেছেন, যা তাকে কোনো বাধা ছাড়াই শুনানি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছিল।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, আদালতের অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে, আদালতের ড্রেস কোডে ‘ক্যাজুয়াল বিজনেস অ্যাটায়ার’ থাকার কথা বলা হয়েছে। এটি বিশেষভাবে শর্টস, স্কার্টস, হাতাকাটা টপস, টুপি বা ক্যাপ (যদি না ধর্মীয় বা সাংস্কৃতিক কারণে পরা হয়) এবং আদালতের কক্ষ বা পেশাদার পরিবেশের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত যেকোনো পোশাক নিষিদ্ধ করে।

জে.এস/

পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250