সোমবার, ৩১শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এক যুগ পর বিটিভির আনন্দমেলা অনুষ্ঠানে তিশা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবার বিটিভির ঈদ ম্যাগাজিন ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটি নাচ, গান, কাওয়ালি, কৌতুক ও নাটিকাসহ বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে। আনন্দমেলা দিয়ে দীর্ঘ এক যুগ পর বিটিভির কোনো অনুষ্ঠানে দেখা যাবে তিশাকে।

এ ব্যাপারে গণমাধ্যমকে তিশা বলেন, ‘এর আগে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও শিডিউল মেলাতে পারিনি বলে অংশ নিতে পারিনি। এবার সুযোগটা হলো। দীর্ঘ প্রায় ১২ বছর পর আনন্দমেলার মধ্য দিয়ে বিটিভির কোনো অনুষ্ঠানে পারফর্ম করা হলো। আর বিটিভি থেকেই আমার ক্যারিয়ার শুরু, এখানে আমার অনেক স্মৃতি, অনেক ভালো লাগা।’

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী ছাড়াও জনপ্রিয় ৯টি গানের কোলাজে নৃত্যে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমার ‘বাহির বলে দূরে থাকুক’, ‘অস্তিত্ব’ সিনেমার ‘আমি বাংলার হিরো’ ও চট্টগ্রামের লোকগান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’—তিনটি গানের মেলোডিতে পারফর্ম করেছেন তিশা।

গতবারের মতো এবারও আনন্দমেলায় গান শোনাবেন রুনা লায়লা। গত বছর তার সঙ্গে গেয়েছিলেন আরও চার সংগীতশিল্পী। তবে এ বছর তিনি একাই গেয়েছেন। তার কণ্ঠে শোনা যাবে ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ গানটি। ইমরান ও কণার কণ্ঠে থাকছে ডুয়েট গান। লোকসংগীত পরিবেশন করবেন সালমা, ঐশি ও গামছা পলাশ। এ ছাড়া কাওয়ালি গান পরিবেশন করবেন সমীর হোসেন কাওয়াল ও তার দল।

এবার আনন্দমেলা উপস্থাপনা করবেন অভিনয়শিল্পী মামনুন ইমন ও মাসুমা রহমান নাবিলা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আনন্দমেলা উপস্থাপনা করবেন নাবিলা। সাত বছর আগে আব্দুন নূর সজলের সঙ্গে আনন্দমেলার মঞ্চে দেখা গিয়েছিল তাকে। মাহবুবা ফেরদৌস, মনিরুল হাসান ও হাসান রিয়াদের প্রযোজনায় আনন্দমেলা প্রচার হবে ঈদের দিন রাত ১০টায় বিটিভিতে।

আরএইচ/এইচ.এস


নুসরাত ইমরোজ তিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন