বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মানুষের চোখ দেখেই তার স্বাস্থ্যের অবস্থা জানা যায় : বিএসএমএমইউ উপাচার্য

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ১৩ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

মানুষের চোখ দেখেই তার স্বাস্থ্যের অবস্থা জানা যায় বলে উল্লেখ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

তিনি বলেন, চোখ বলে দিবে শরীরে কী রোগ আছে। এতে স্বাস্থ্যের অবস্থাও জানা যাবে। এছাড়াও তিনি চোখের রোগের বিভিন্ন পর্যায় ও লক্ষণগুলো সংক্ষেপে আলোচনা করেন এবং এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান ও উৎসাহিত করেন।

রোববার (১২ই মে) বিএসএমএমইউতে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

প্রকৃতপক্ষে, চোখের পরীক্ষার মাধ্যমে মানবদেহে অন্যান্য রোগ রয়েছে কিনা তার পূর্বাভাস জ্ঞাত হওয়াসহ শরীরের স্বাস্থ্যের অবস্থা জানার বিষয়ে চিকিৎসক ও ছাত্রছাত্রীদের সচেতন করতেই এই সেমিনারের আয়োজন করা হয়।

আরো পড়ুন : জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে কি মোটা হয় মানুষ?

এছাড়া নিয়মিত চোখ পরীক্ষার মাধ্যমে চোখের সমস্যাগুলো নির্ণয়সহ শরীরের অন্যান্য রোগ সম্পর্কেও আগেভাগেই জানার ফলে সেসব রোগেরও চিকিৎসা করা সম্ভব হবে। শরীরের কি কি রোগ চোখের ক্ষতি করে সে বিষয়ে মানুষকে সচেতন করাটাও এই সেমিনার আয়োজনের অন্যতম লক্ষ্য।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, চোখের নিয়মিত পরীক্ষার মাধ্যমে চোখের সমস্যা নির্ণয় ও চিকিৎসা করা সম্ভব। এ বিষয়ে চিকিৎসক ও রেসিডেন্টদের আরও সচেতন হতে হবে।

ডা. শাহ-নূর হোসেন তার প্রবন্ধে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও নিউরোলজিক্যাল ডিজঅর্ডার নার্ভের পাশাপাশি চোখের কি ধরনের পরিবর্তন হয় সে বিষয়ে আলোকপাত করে নিয়মিত চোখের পরীক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

এস/ আই.কে.জে/

বিএসএমএমইউ চোখ

খবরটি শেয়ার করুন