শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্ম নিয়ে ব্যবসা করা একটি দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস *** ক্ষমতার খেলায় শেখ হাসিনার নতুন ছক, আমরা কি টের পাচ্ছি? *** জামায়াতসহ সমমনা দলের গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল *** দেশের যে তিনটি রাজনৈতিক দলকে প্রধান বললেন মাহফুজ আনাম *** ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনায় প্রস্তুত ট্রাম্প *** ইলন মাস্ক মঞ্চে নাচলেন, সঙ্গী হলো রোবট *** জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না: নাহিদ ইসলাম *** ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের কাছে ঢাকা ‘জাদুর শহর’ *** সব ধরনের মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে এসে গেছে: প্রেস সচিব *** বাংলাদেশের গণতন্ত্রকে আবার ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

চট্টগ্রামে অপারেশনে আলাদা হলো জোড়া লাগানো যমজ শিশু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৩০শে মে ২০২৫

#

অস্ত্রোপচারের পর জোড়া লাগা দুই শিশুকে কোলে নিয়ে আছেন চিকিৎসক। ছবি: সংগৃহীত

জোড়া লাগানো যমজ শিশুকে জন্মের ২৩ ঘণ্টার মধ্যে সফল অস্ত্রোপচারে আলাদা করা হয়েছে। ওই দুই শিশু হচ্ছে রিয়াশাদ ও রেনিশ। চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে এ অস্ত্রোপচারে নেতৃত্ব দেন শিশু সার্জন আদনান ওয়ালিদ।

জানা গেছে, ৬ই মে ওই হাসপাতালে সাতকানিয়ার বাসিন্দা সুরাইয়া বেগমকে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় যমজ শিশু রিয়াশাদ জাফর চৌধুরী ও রেনিশ জাফর চৌধুরীর। ৭ই মে তাদের আলাদা করা হয় বলে নিশ্চিত করেন শিশুদের বাবা ব্যবসায়ী রিয়াদ জাফর চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার (২৯শে মে) বিকেলে পাহাড়তলী এলাকার ওই হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে শিশু সার্জন আদনান ওয়ালিদ উল্লিখিত তথ্য প্রকাশ করে বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের প্রথম স্বাধীন নেতৃত্বে করা অপারেশন। ঢাকায় আলোচিত রিফা-শিফার অপারেশনের সময় আমি ছিলাম সহকারী পর্যবেক্ষক।'

তিনি বলেন, 'এবার ১৮ জনের একটি বিশেষজ্ঞ টিম তিন ঘণ্টা ধরে অপারেশন করে। শিশু দুটির বুক ও পেটের আড়াই ইঞ্চি অংশ, শ্বাসনালির অংশও এক ছিল। আমরা সফল হয়েছি। এখন তারা দুজনেই সুস্থ।’

এ বিষয়ে হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ রেশমা শারমিন বলেন, ২৮ সপ্তাহে আলট্রাসনোগ্রাফিতে শিশু দুটি জোড়া লাগানো বলে ধরা পড়ে। পরে আরও দুবার আলট্রাসনোগ্রাফির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। গর্ভাবস্থায় এক শিশুর রক্ত সঞ্চালন কম হওয়ায় চিকিৎসা দেওয়া হয়। 

তিনি বলেন, ৩৪ সপ্তাহে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় শিশু দু'টির। জন্মের সময় তাদের ওজন ছিল যথাক্রমে ৯৭৩ ও ১০৪৫ গ্রাম। বর্তমানে ওজন বেড়ে দাঁড়িয়েছে ১২৫৫ ও ১৩৫০ গ্রামে।

শিশুদের মা সুরাইয়া বেগম জানান, ‘চিকিৎসকদের আন্তরিকতা ও সাহস দেখে আমরা অভিভূত।’

এইচ.এস/

অস্ত্রোপচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250