বৃহঃস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মাইকিং করেও বিক্রি হচ্ছে না তরমুজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

রমজানের শুরুতে তরমুজের দামে যে ঝাঁজ উঠেছিলো অল্পদিনেই তাতে ধস নেমেছে। মাইকিং করেও বিক্রি হচ্ছে না তরমুজ। মিলছে না আশানুরূপ ক্রেতা। 

সোমবার (১লা এপ্রিল) পিরোজপুরের কাউখালী বাজারে গিয়ে এ দৃশ্য চোখে পড়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি ছোট সাইজের তরমুজ ৫০ টাকা, মাঝারি ১০০ টাকা ও সবচেয়ে বড় সাইজের তরমুজ ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এরপরও মানুষের তরমুজ কেনার আগ্রহ নেই। এদিকে, তরমুজ পচনশীল হওয়ায় ব্যবসায়ীরা কোনো উপায় না পেয়ে মাইকিং করে বিক্রি করছে।

তরমুজ ব্যবসায়ীরা বলছেন, তরমুজ বেশিদিন রাখা যায় না এবং দাম বেশি থাকার কারণে কোনো ক্রেতা তরমুজ কিনতে আসে না, তাই বাধ্য হয়ে সামান্য লাভে পিস হিসেবে তরমুজ বিক্রি করা হচ্ছে। গত ১ সপ্তাহ আগে যে তরমুজের দাম ছিল ৩০০ টাকা একই তরমুজ আজকে বাজারে বিক্রি হচ্ছে মাত্র ১০০ টাকায়। 

আরও পড়ুন: ঝাঁজ কমলো পেঁয়াজের, কেজি ৫০ টাকা

তরমুজ কিনতে ক্রেতা করিম জানান, আগে বেশি দাম থাকায় আমরা তরমুজ ক্রয় করতে পারিনি। আজকে বাজারে তরমুজের দাম কম থাকায় আমার মত সবাই তরমুজ ক্রয় করতে পারছে। সাধারণ জনগণের দাবি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার থাকলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ ক্রেতাদের নাগালের ভিতরে চলে আসবে।

এসকে/ 

তরমুজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন