শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম *** যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর *** নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

রায়ের আলোকে সুপ্রিম কোর্টে ব্রেস্ট ফিডিং রুম স্থাপনের আবেদন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

হাইকোর্টের নির্দেশনার আলোকে সুপ্রিম কোর্টে ব্রেস্ট ফিডিং রুম স্থাপন করতে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের ২৪শে অক্টোবর সারা বাংলাদেশের পাবলিক প্লেসে ব্রেস্টফিডিং রুম স্থাপনের জন্য হাইকোর্ট ডিভিশনে জনস্বার্থে রিট ফাইল করি। রিটের শুনানি শেষে হাইকোর্ট ডিভিশন একই বছরের ৩রা নভেম্বর রুল জারি করেন এবং পরে নির্দেশনা দেন। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০২৩ সালের ৪ঠা মার্চ হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দেন। রায়ে রুলটি অ্যাবসুলেট করা হয়।

আরও পড়ুন: মা নেই, কারাগারে বাবা : শিশুদের দেখভাল করতে হাইকোর্টের নির্দেশ

রায়ে সব পাবলিক প্লেসে মা ও শিশুর জন্য ব্রেস্ট ফিডিং রুম স্থাপনের নির্দেশনা রয়েছে। ওই রিটের ফলশ্রুতিতে, ইতোমধ্যে সারা দেশের জেলা কোর্টসমূহ-সহ অন্যান্য স্থানে ব্রেস্ট ফিডিং রুম স্থাপিত হয়েছে। অথচ, রিটে সুপ্রিম কোর্ট ১৯ নম্বর রেসপনডেন্ট হওয়া সত্ত্বেও যথেষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও কোনো ব্রেস্ট ফিডিং রুম স্থাপিত হয়নি। বিশেষভাবে উল্লেখ্য যে, সারা দেশ থেকে বিচারপ্রার্থীরা সুপ্রিম কোর্টে ন্যায়বিচারের প্রত্যাশায় আসেন। যার মধ্যে অনেক মা ও দুগ্ধপোষ্য শিশুও রয়েছে। তাদের স্বাস্থ্য ও সম্মান রক্ষার্থে হাইকোর্টের যুগান্তকারী রায় বাস্তবায়ন একান্ত আবশ্যক বলে বলা হয়েছে।

এসি/ আই.কে.জে/


সুপ্রিম কোর্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250