শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের কোন দেশের নারীরা বেশী সুন্দরী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

সৃষ্টির অন্যতম সৌন্দর্য মানুষ। তার মধ্যে মনোরম সৃষ্টি হচ্ছে নারী। নারীরা সব সময়ই সুন্দর। তারা যেখানে যেভাবেই থাকুক না কেন। বিশ্বের প্রতিটি দেশেই সুন্দরী নারী রয়েছে। তবে কয়েকটি দেশের নারীরা হয় সেরা রূপবতী। জন্ম থেকেই সেই দেশের নারীরা হয় সৌন্দর্যের প্রতীক।

চলুন তবে দেখে নেয়া যাক বিশ্বের কোন দেশের নারীরা কত রূপবতী-

রাশিয়া: বলা যায়,বিশ্বের সেরা সুন্দরী নারীদের আবাসস্থল রাশিয়াতেই। নীল নয়না, স্বর্ণাকেশী আর দেহের গড়নে এ দেশের নারীরা সেরা। সৃষ্টিকর্তা নারীর সৌন্দর্যের প্রকৃত রূপ যেন তাদেরই দিয়েছেন। সেই সঙ্গে তারা দারুণ বুদ্ধিমত্তার অধিকারী।

ইরান: ইরানের সুন্দরীরা রূপে গুণে অনন্য। তারা বাঁকবহুল দেহের অধিকারিণী। এই দেশের নারীদের চাহনিতে পাগল পুরো বিশ্ব। তাদের চোখে রয়েছে অদ্ভূত মায়া। যে মায়ার জাদুতে আটকে যাবে যে কেউ।

ভেনেজুয়েলা: মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় অধিকাংশ ক্ষেত্রে  বিজয়ী দেশ ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার মেয়েরা খুব সাধারণ, যারা সাধারণত লম্বা, স্লিম দেহের সাথে আবেদনময়ি চেহারার অধিকারিণী হয়ে থাকেন।

দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ার নারীরা দেখতে নিষ্পাপ তরুণীদের মতো, তাদের সুন্দর চেহারার সাথে রয়েছে বন্ধুসুলভ এবং মনোরম ব্যক্তিত্ব। তাদের ত্বক ফর্সা এবং পরিষ্কার এবং এর সাথে রয়েছে ঝলমলে কালো চুল এবং খুব আকর্ষণীয় শারীরিক গঠন এবং মাঝারি উচ্চতা।

থাইল্যান্ড: থাইল্যান্ড পর্যটনের জন্য বিখ্যাত। সেই দেশের নারীরাও সুন্দর হয়। নারীদের লাজুক সৌন্দর্যে মুগ্ধ হবেন যে কেউ। সঙ্গে শিশুসুলভ আর লজ্জারাঙা চেহারা নজর কেড়ে নেয়। তাদের রূপের সঙ্গে কোমলতার অপূর্ব মিশ্রণ রয়েছে।

সুইডেন: বিশ্বের প্রায় সব বিষয়েই পরিসংখ্যান এবং তুলনামূলক প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ডঅ্যাটলাস ডটকম। বেশি সুন্দরীদের দেশ হিসেবে তাদের বিবেচনায় যুক্তরাজ্যের পরেই রয়েছে সুইডেন। সুইডেনের মেয়েরা এ পর্যন্ত ছয় বার সুন্দরীদের বিশ্ব শিরোপা জিতেছেন। তিনবার জিতেছেন মিস ওয়ার্ল্ড আর বাকি তিনবার মিস ইউনিভার্স।

বুলগেরিয়া: বুলগেরিয়া হচ্ছে পূর্ব ইউরোপের দেশ। এই দেশের নারীদের রূপ পরীদের সঙ্গে তুলনা করা হয়। দীর্ঘ দেহ, উজ্জ্বল বর্ণ, ঘন কালো চুল এবং ভাসা চোখ সবকিছুই নজরকাড়া।

আমেরিকা: আমেরিকার মেয়েরাও সৌন্দর্যের শক্তিতে অনেক এগিয়ে। আটবার মিস ইউনিভার্স এবং তিনবার মিস ওয়ার্ল্ড হয়েছেন সে দেশের মেয়েরা। তাই বেশি সুন্দরীদের দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ভারত: দেশি রূপে অনন্য ভারতীয় নারীরা। বিশ্বের সেরা সুন্দরীর প্রতিযোগিতায় বেশ কয়েকবার খেতাব জিতেছেন ভারতের রূপবতী নারীরা। এই দেশের নারীদের রূপের সঙ্গে মিশে আছে রসালোভাব। সেই সঙ্গে তাদের চলনে ধারণ করে দেশীয় সংস্কৃতিকে।

বাংলাদেশ: বাংলার নারীদের লাজুক চাহনি, আলতো হাসিই তাদের আবেদন বহুগুণ বাড়িয়ে তোলে। নারীদের ঘন, লম্বা কালো চুল, সুন্দর চোখ, মুখে মৃদু হাসি ও পরনে ঝলমলে শাড়ীর উপস্থিতি তাদের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।

ওআ/

সুন্দরী

খবরটি শেয়ার করুন