রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষিকাকে পুনর্বহালে সময় দিল শিক্ষার্থীরা *** মোদির পর চীনে পুতিন *** প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি শিগগির, কমিটি গঠন *** চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে সংঘর্ষে ‘উসকানি’ দেওয়া উদয় কুসুমকে বিএনপি থেকে বহিষ্কার *** বাংলাদেশে খেলতে এসে কনটেন্ট বানাচ্ছেন নেদারল্যান্ডসের ক্রিকেটার *** এক বছরে ১২৩টি সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে: আসিফ মাহমুদ *** বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সময়ে পরিবর্তন *** এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় *** চীনে মোদির সঙ্গে বৈঠকে সি, সরাসরি ফ্লাইট, বাণিজ্য সম্পর্কসহ আলোচনায় যেসব বিষয়

গরমে ঘামাচি থেকে মুক্তির উপায় জানা আছে কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

গরম পড়ে গেছে। এসময় ত্বকের নানা সমস্যা ইতোমধ্যেই দেখা দিয়েছে। অনেকেরই শরীরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ঘামাচির সমস্যা। একইসঙ্গে চুলকানির সমস্যা। গরমে ঘামাচি তাড়াতে তাই সবাই জানতে চান ঘামাচি পাউডার কোনটা ভালো কিংবা ঘামাচির ঔষধ, ঘামাচির ক্রিম কোনটি ব্যবহার করবেন? 

ঘামাচি কেন হয়? 

ঘামাচি এক ধরনের চর্মরোগ। একে ইংরেজিতে হিট র‍্যাশ (Heat Rash) বলা হয়। দেহের ঘর্মগ্রন্থিগুলোর মুখ যখন ময়লা ও ব্যাকটেরিয়ার জন্য আটকে যায়, তখন শরীর থেকে ঘাম বের হতে পারে না। এই ঘাম আটকেই ঘামাচি হয়। এর সঙ্গে চুলকানিসহ নানা সংক্রমণ যুক্ত হয়।

বাজারচলতি কিছু পাউডার বা সাবান ঘামাচির সমস্যা দূর করতে পারলেও এতে নানা রাসায়নিক মেশানো থাকে। তাই এগুলো ব্যবহারে জ্বালাভাব কমার বদলে আরও বেড়ে যেতে পারে। কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে এই সমস্যায় আরাম পেতে পারেন। ঘামাচি হলে করণীয় জানুন- 

বরফ

একটি শুকনো কাপড়ে কয়েক টুকরো বরফ নিন। ১০-১৫ মিনিট ধরে এই বরফ ঘামাচির ওপর ঘষুন। দিনে ৩-৪ বার এই নিয়ম মানলে উপকার মিলবে। 

আরো পড়ুন : গরমে মাইগ্রেন সমস্যার কারণ ও প্রতিকার সম্পর্কে জানুন!

মুলতানি মাটি 

চার টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে নিন। এই মিশ্রণ ঘামাচির ওপর লাগান। কিছুক্ষণ রেখে শুকিয়ে নিন। এরপর ধুয়ে ফেলুন। রোজ ব্যবহারে উপকার পাবেন। 

অ্যালোভেরা 

ঘামাচি তাড়াতে সিদ্ধহস্ত অ্যালোভেরা। ঘামাচির ওপর আলোভেরার রস লাগান। চাইলে এর সঙ্গে হলুদের রসও মেশাতে পারেন। কিছুক্ষণ রাখে ধুয়ে ফেলুন। ঘামাচি কমবে ধীরে ধীরে।

নিমপাতা 

অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ সমৃদ্ধ নিমপাতা ঘামাচি উপশমে দারুণ কার্যকর। নিমপাতার রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ঘামাচির ওপর লাগান। ঘামাচি নখ দিয়ে না চুলকে তার উপর নিম ডাল বোলালেও আরাম পাবেন।

চন্দন গুঁড়া 

২ টেবিল চামচ চন্দনের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন পরিমাণ মতো গোলাপ জল। ঘামাচির ওপর এই মিশ্রণ লাগান। চন্দনের প্রলেপ ত্বককে ঠান্ডা করে ঘামাচির সমস্যা দূর করবে।

ঘামাচির ঔষধ 

কর্মব্যস্ততার কারণে যদি ঘরোয়া উপায়গুলো কাজে লাগাতে না পারেন তাহলে রাতে ঘুমানোর আগে শরীরে ক্যালামাইন লোশন মেখে নিন। এই লোশন চুলকানিসহ ঘামাচি কমায়। স্বস্তি দেয়। 

এই গরমে ঘামাচির যন্ত্রণা থেকে মুক্তি পেতে ঘরোয়া এই উপায়গুলো কাজে লাগান আর সুস্থ থাকুন। সেসঙ্গে পর্যাপ্ত পানি পান করতে ভুলবেন না যেন। 

এস/  আই.কে.জে


টিপস ঘামাচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন