শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ সীমান্তবর্তী আসামে সামরিক ঘাঁটি স্থাপন করছে ভারত *** জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্ত চান ক্রিকেটারেরা *** নির্বাচনে খরচ করার মতো টাকা নেই উপদেষ্টা আসিফ মাহমুদের *** নেদারল্যান্ডসের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রব জেটেন *** ধর্ম নিয়ে ব্যবসা করা একটি দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস *** ক্ষমতার খেলায় শেখ হাসিনার নতুন ছক, আমরা কি টের পাচ্ছি? *** জামায়াতসহ সমমনা দলের গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল *** দেশের যে তিনটি রাজনৈতিক দলকে প্রধান বললেন মাহফুজ আনাম *** ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনায় প্রস্তুত ট্রাম্প *** ইলন মাস্ক মঞ্চে নাচলেন, সঙ্গী হলো রোবট

মেসিদের নিয়ে যেতে আর্জেন্টিনাকে ১৭০ কোটি টাকা দেবে অ্যাঙ্গোলা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৪ পূর্বাহ্ন, ৬ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে লুয়ান্দায় যাবে আর্জেন্টিনা জাতীয় দল। আঙ্গোলার স্বাধীনতা প্রাপ্তির ৫০তম বার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে আগামী ১৪ই নভেম্বর আয়োজন করা হবে ম্যাচটি।

স্বাধীনতা অর্জনের ঐতিহাসিক মুহূর্ত অ্যাঙ্গোলা সরকারের কাছে বেশ গুরুত্বপূর্ণ, যে কারণে তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে আসতে চায় তাদের দেশ সফরে।

তবে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ বা লাওতারো মার্তিনেজের মতো তারকা খেলোয়াড়দের আতিথ্য দেওয়াটা মোটেই সহজ বিষয় নয়। ‘স্পোর্টস নিউজ আফ্রিকা’র প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাঙ্গোলা এই প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে (এএফএ) প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ১৭০ কোটি টাকা দেবে।

সাম্প্রতিক সময়ে ফুটবল আঙ্গোলায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফুটবল ম্যাচগুলোয়ও বেড়েছে দর্শক উপস্থিতি। সেই আবেগকে কেন্দ্র করে এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে মরক্কোর মতো দলও চেয়েছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলতে। তবে অ্যাঙ্গোলা সরকারের কাছ থেকে পাওয়া লোভনীয় প্রস্তাব আর্জেন্টিনাকে লুয়ান্দায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় প্রভাবিত করেছে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সবার ওপরে থেকে শেষ করেছে আর্জেন্টিনা। এখন তাদের চোখ বিশ্বকাপের প্রস্তুতিতে। প্রস্তুতির পাশাপাশি দলের আশপাশে থাকা তরুণ খেলোয়াড়দেরও ঝালিয়ে নিতে চায় আর্জেন্টিনা। পরীক্ষিত তারকাদেরও বাছাই করে ম্যাচ খেলাতে চান কোচ লিওনেল স্কালোনি।

এমন পরিস্থিতিতে অ্যাঙ্গোলার বিপক্ষে মেসি থাকবেন কি না, তা–ও নিয়ে অনেকের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, মেসি প্রায় নিশ্চিতভাবেই দলে থাকবেন, যদি আফ্রিকান সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখিত অর্থ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হয়।

জে.এস/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250