ছবি: সংগৃহীত
ইউক্রেনে মস্কোর আগ্রাসন এবং সম্প্রতি রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির কারাগারে মৃত্যুর প্রতিক্রিয়ায় মার্কিন সরকার রাশিয়ার পাঁচ শতাধিক লক্ষ্যবস্তুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।
শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়াকে সহায়তা প্রদানের জন্য প্রায় ১০০টি সংস্থার ওপর নতুন রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করার পর রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা।
বাইডেন নিষেধাজ্ঞার বিষয়ে বলেন, তারা নিশ্চিত করবে পুতিনকে বিদেশে তার আগ্রাসন এবং দমন-পীড়নের জন্য আরো বেশি মূল্য দিতে হবে।
এ সপ্তাহে হোয়াইট হাউস বলেছে, আর্কটিক পেনাল কলোনিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক নাভালনির মৃত্যুর পর ‘বড়’ শাস্তি হিসেবে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন: জাতিসংঘের পূর্ণ সদস্যপদের দাবি জানালো প্যালেস্টাইন
ক্যালিফোর্নিয়ায় নাভালনির বিধবা স্ত্রী ইউলিয়া এবং কন্যা দাশার সঙ্গে দেখা করার পর বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) বাইডেন বলেন, আমরা শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করতে যাচ্ছি। যিনি নাভালনির মৃত্যুর জন্য দায়ী।
এদিকে, ক্রেমলিন নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী এমন অভিযোগ অস্বীকার করে পশ্চিমাদের নিন্দা করেছে।
ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি অ্যাডেইমো বলেছেন, অন্যান্য দেশের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ওইসব দেশও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে চাইছে।
তিনি আরো বলেন, শুক্রবার আমরা রাশিয়ার বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা জারি করব। তবে মনে রাখতে হবে এসব পদক্ষেপের ক্ষেত্রে শুধু আমেরিকা নয়, মিত্র দেশগুলোরও অংশগ্রহণ থাকবে। রাশিয়াকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় ওয়াশিংটন তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বয় করছে।
ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ১৩তম প্যাকেজ ঘোষণা করেছে, দুই বছর সংঘাতে জড়িত থাকার অভিযোগে প্রায় ২০০ সংস্থা এবং ব্যক্তিকে নিষিদ্ধ করেছে।
এইচআ/