শনিবার, ১লা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ওপর তিন দলের প্রভাব, জামায়াতের কর্তৃত্ব বেশি: আনু মুহাম্মদ *** মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক ক্রিকেটার আজহারউদ্দিন *** ভারতে আরএসএস নিষিদ্ধের দাবি জানালেন কংগ্রেস সভাপতি খাড়গে *** নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে: ইসি *** হিন্দুদের ভাগ্যোন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার: গোলাম পরওয়ার *** ১০ মাসে ঢাকায় ঝটিকা মিছিল থেকে অন্তত ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার *** এনসিপির জন্য শাপলার কলি প্রস্তাব করেছিলেন রাশেদ খান! *** বিএনপি অন্যায়ভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে: তাহের *** গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই হোক, নির্বাচন ১৫ই ফেব্রুয়ারির আগে: শফিকুল আলম *** অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: মির্জা ফখরুল

দাউদ ইব্রাহিমের সঙ্গে প্রেম, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন এই নায়িকার, এরপর...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৫

#

মেহবিশ হায়াত ও দাউদ ইব্রাহিম। কোলাজ

মেহবিশ হায়াত কেবল পাকিস্তানের সিনেমা-টেলিভিশনজগতের পরিচিত মুখই নন, বরং তার ব্যক্তিগত জীবনের কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বারবার। ভারতের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার নাম জড়ানোর খবর চলচ্চিত্রজগতে প্রবল আলোচনা সৃষ্টি করেছিল। তথ্যসূত্র: ইন্ডিয়াডটকম।

মেহবিশ হায়াত পাকিস্তানের চলচ্চিত্র ও টেলিভিশনশিল্পের অন্যতম সফল অভিনেত্রী। নিজের সময়ে তিনি ছিলেন দেশটির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন। ২০১৫ সালে ‘জাওয়ানি ফির নয়ি আনি’ চলচ্চিত্র দিয়ে তার সিনেমাজীবন শুরু হয়। এরপর তিনি ‘অ্যাক্টর ইন ল’ (২০১৬), ‘লোড ওয়েডিং’ (২০১৮) সিনেমায় অভিনয় করে বক্স অফিসে সাফল্য পান। এসব চলচ্চিত্র পাকিস্তানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে রয়েছে।

২০১৯ সালে পাকিস্তানি সরকার মেহবিশ হায়াতকে ‘তমঘা-ই-ইমতিয়াজ’ সম্মান প্রদান করলে তার নাম দাউদ ইব্রাহিমের সঙ্গে জড়ানোর ‘গুজব’ ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যমে বলা হয়েছিল, এই সম্মান তিনি দাউদের সাহায্যে পেয়েছেন। এমনকি কিছু প্রতিবেদনে বলা হয়, আইটেম সংয়ে তার পারফরম্যান্স দেখে দাউদ তাকে পাকিস্তানি চলচ্চিত্রে বড় সুযোগ পেতে সাহায্য করেছিলেন। তবে মেহবিশ এ বিষয়ে কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি।

মেহবিশ হায়াতের ক্যারিয়ারে আরেকটি চমকপ্রদ মুহূর্ত ছিল, যখন খবর আসে যে তিনি বলিউডের ‘ফ্যানি খান’ সিনেমায় অভিনয় করছেন। পরে অবশ্য সিনেমাটি থেকে বাদ পড়েন। সেই চরিত্রে নেওয়া হয় ঐশ্বরিয়া রাইকে। কেমন মেহবিশ বাদ পড়েন, তা নিয়ে অনেক কথাই শোনা যায়। তবে আসল কারণ হলো, ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করায় নিষেধজ্ঞা থাকায় মেহবিশকে বাদ দেওয়া হয়।

অভিনয়ের পাশাপাশি মেহবিশ হায়াতের রাজনীতিতে আগ্রহও বিতর্কের বিষয়। এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যে বলেন, ‘যদি একজন ক্রিকেটার ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারে, তবে একজন অভিনেত্রী হয়ে কেন নয়?’

তিনি বিশ্বাস করেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অভিনেতাদের রাজনীতিতে আসা উচিত। মেহবিশ সোশ্যাল মিডিয়ায় তার রাজনৈতিক মতামত এবং ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন।

দাউদ ইব্রাহিম মেহবিশ হায়াত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250