ছবি: সংগৃহীত
বলিউডের একসময়ের জনপ্রিয় জুটি মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনায় এসেছে পুরোনো এক ঘটনা। সাংবাদিক ও চলচ্চিত্র লেখক হানিফ জাভেরি দাবি করেছেন, ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় সঞ্জয় দত্ত গ্রেপ্তার হওয়ার পর মাধুরী সচেতনভাবে তার থেকে দূরত্ব তৈরি করেছিলেন এবং গণমাধ্যমের সামনে তাদের একসঙ্গে দেখা যাক, এমন পরিস্থিতিও এড়িয়ে চলতেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
হানিফ জাভেরি মেরি সহেলি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সঞ্জয় দত্ত যখন জেলে ছিলেন, তখন চলচ্চিত্রশিল্পের অনেকেই তার গ্রেপ্তারের প্রতিবাদ করেছিলেন। কিন্তু মাধুরী তাতে অংশ নেননি। পরে যখন সঞ্জয় জামিনে মুক্তি পান, তখন “মহান্তা” ছবির পরিচালক আফজাল খান একটি পার্টির আয়োজন করেন। মাধুরী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আসবেন এবং আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম।’
জাভেরির বর্ণনায়, পার্টিতে সঞ্জয় দত্ত মঞ্চে ছিলেন। মাধুরী সেখানে প্রবেশ করলেও মঞ্চের দিকে না গিয়ে এক পাশে বসেন এবং কিছুক্ষণ পর দলবলসহ অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। ‘সব ফটোগ্রাফার অপেক্ষা করছিলেন তাদের দুজনের একসঙ্গে প্রথম ছবি তুলতে, কিন্তু মাধুরী চলে যান। কারণ, তিনি সঞ্জয়ের সঙ্গে এক ফ্রেমে আসতে চাননি,’ বলেন জাভেরি।
‘সাজন’ ছবির সময় থেকেই সঞ্জয় ও মাধুরীর ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছিল। তবে সঞ্জয়ের গ্রেপ্তারের পর মাধুরী নাকি ভয় পেয়েছিলেন, তার নামও তদন্তে জড়াতে পারে। ‘তিনি ভয় পেয়েছিলেন যে তাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে,’ বলেন জাভেরি।
জাভেরি আরও জানান, মাধুরীর মা মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত ছিলেন এবং একসময় গায়ক সুরেশ ওয়াদকরকে পাত্র হিসেবে প্রস্তাব দেন। পরে মাধুরী ডা. শ্রীরাম নেনেকে বিয়ে করেন।
দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে করণ জোহরের প্রযোজনায় নির্মিত ‘কলঙ্ক’ ছবিতে মাধুরী ও সঞ্জয় আবার একসঙ্গে পর্দায় আসেন। তবে তাদের ব্যক্তিগত সম্পর্কের সেই অধ্যায় অতীতই থেকে গেছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন