রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

চ্যাটজিপিটির ইউজার বেড়েছে দ্বিগুণ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট হচ্ছে চ্যাটজিপিটি। জুলাইতে চ্যাটজিপিটি-৪০ মিনি চালুর পরই মূলত এর ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ।

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট সেবা চ্যাটজিপিটির সাপ্তাহিক ইউজারের সংখ্যা বেড়ে হয়েছে ২০ কোটি। চ্যাটজিপিটির নেপথ্যের সংস্থা ওপেনএআই জানিয়েছে গত বছর একই সময়ে ব্যবহারকারীদের সংখ্যা ছিল এর অর্ধেক।

ওপেনএআই ২০২২ সালে চ্যাটজিপিটি বাজারে আনে। এর বিশেষত্ব ছিল মানুষের মতো করে ইউজারদের প্রশ্নের উত্তর দিতে পারতো এটি। নভেম্বরে এর সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০ কোটি বলে প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানান।

ওপেনএআই জানিয়েছে, ফরচুন ৫০০ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯২ শতাংশই তাদের পণ্য ও এপিআই ব্যবহার করছে। একটি সফটওয়্যার অন্য সফটওয়্যারকে এপিআইর মাধ্যমে নির্দেশনা দিতে পারে।

আরো পড়ুন : সর্দি-কাশি হলে যেসব খাবার না খাওয়াই ভালো

এর ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে মূলত জুলাইতে চ্যাটজিপিটি-৪০ মিনি চালুর পরই। জিপিটি-৪০ একটি সাশ্রয়ী এআই মডেল। চ্যাটজিপিটির মূল সংস্করণের সব সক্ষমতা না থাকলেও ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে চাহিদা মেটাতে এটি যথেষ্ট সহায়ক।

যে কারণে, এটি স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে কম সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের দিক দিয়েও এটি এগিয়ে আছে। সার্বিকভাবে 'এআই' বা কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তা বাড়িয়েছে চ্যাটজিপিটি। খুব অল্প সময়ের মধ্যেই এটি সানফ্রানসিসকো ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটির মূল্য বাড়িয়ে দিয়েছে।

ওপেন এআই ও অ্যানথ্রোপিক আলাদা করে মার্কিন সরকারের সঙ্গে এআই মডেলের গবেষণা, নিরীক্ষা ও মূল্যায়ন নিয়ে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে বলে জানা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইতে বিনিয়োগের পরিকল্পনা করছে অ্যাপল ও এনভিডিয়া। এই বিনিয়োগ রাউন্ডের পর ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন এআই’র মূল্যমান।

এই প্রতিষ্ঠানে মাইক্রোসফটও বিনিয়োগ করতে পারে বলে জানা গেছে।

এস/ আই.কে.জে/


চ্যাটজিপিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250